নিজের জেলাতেই বিক্ষোভের মুখে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, শেষমেশ যা হল…
তিনি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। আবার দক্ষিণ ২৪ পরগনার সাগর কেন্দ্রের বিধায়ক। সেই বঙ্কিমচন্দ্র হাজরা দক্ষিণ ২৪ পরগনার নামখানায় গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন। তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। আর বিক্ষোভের মুখে পড়ে গাড়ি ছেড়ে বাইকে করে এলাকা ছাড়তে দেখা যায় তাঁকে। বিক্ষোভকারীদের বক্তব্য, তাঁরাও তৃণমূল কর্মী। নামখানায় একটি রাস্তার উদ্বোধনে গিয়ে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া স্থানীয় এক নেতার বাড়িতে যান বঙ্কিমচন্দ্র হাজরা। কেন ওই বিজেপি নেতার বাড়িতে মন্ত্রী গিয়েছিলেন, সেই প্রশ্ন তোলেন স্থানীয় বাসিন্দারা। এলাকার অনুন্নয়ন নিয়েও প্রশ্ন করেন। বিক্ষোভের মুখে বাইকে চেপে এলাকা ছাড়েন মন্ত্রী। বিজেপির বক্তব্য, মন্ত্রীর উপর আস্থা হারিয়েছে মানুষ। তবে তৃণমূলের দাবি, এই বিক্ষোভের পিছনে বিজেপির চক্রান্ত রয়েছে।
তিনি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। আবার দক্ষিণ ২৪ পরগনার সাগর কেন্দ্রের বিধায়ক। সেই বঙ্কিমচন্দ্র হাজরা দক্ষিণ ২৪ পরগনার নামখানায় গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন। তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। আর বিক্ষোভের মুখে পড়ে গাড়ি ছেড়ে বাইকে করে এলাকা ছাড়তে দেখা যায় তাঁকে। বিক্ষোভকারীদের বক্তব্য, তাঁরাও তৃণমূল কর্মী। নামখানায় একটি রাস্তার উদ্বোধনে গিয়ে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া স্থানীয় এক নেতার বাড়িতে যান বঙ্কিমচন্দ্র হাজরা। কেন ওই বিজেপি নেতার বাড়িতে মন্ত্রী গিয়েছিলেন, সেই প্রশ্ন তোলেন স্থানীয় বাসিন্দারা। এলাকার অনুন্নয়ন নিয়েও প্রশ্ন করেন। বিক্ষোভের মুখে বাইকে চেপে এলাকা ছাড়েন মন্ত্রী। বিজেপির বক্তব্য, মন্ত্রীর উপর আস্থা হারিয়েছে মানুষ। তবে তৃণমূলের দাবি, এই বিক্ষোভের পিছনে বিজেপির চক্রান্ত রয়েছে।
Published on: Jan 06, 2026 03:56 PM