PM Narendra Modi: ছাব্বিশের ভোটের আগে মতুয়াগড়ে মোদী, কীভাবে সাজানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা?
PM Narendra Modi in Bengal: সকাল সাড়ে ১০টায় কলকাতা বিমানবন্দরে নামার পর সেখান থেকে তিনি বায়ুসেনার এম-১৭ (MI-17) হেলিকপ্টারে চড়ে নদিয়ার তাহেরপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানেই রযেছে তাঁর সভা। সকাল ১১টা ১০ মিনিট নাগাদ তাহেরপুর থানার সামনে তৈরি বিশেষ হেলিপ্যাডে তাঁর হেলিকপ্টার নামবে বলে জানা যাচ্ছে।
কলকাতা: মতুয়াগড় থেকেই বাংলায় ভোট প্রচার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নদিয়ার যে জায়গায় তাঁর সভা রয়েছে সেই জায়গা কড়া নিরাপত্তার চাদড়ে মুড়ে ফেলা হয়েছে। সকাল সাড়ে ১০টায় কলকাতা বিমানবন্দরে নামার পর সেখান থেকে তিনি বায়ুসেনার এম-১৭ (MI-17) হেলিকপ্টারে চড়ে নদিয়ার তাহেরপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানেই রযেছে তাঁর সভা। সকাল ১১টা ১০ মিনিট নাগাদ তাহেরপুর থানার সামনে তৈরি বিশেষ হেলিপ্যাডে তাঁর হেলিকপ্টার নামবে বলে জানা যাচ্ছে।