Dhapa News: পরিবেশদূষণ ঠেকাতে ধাপায় এক কোটি গাছ পুঁতে দেওয়ার লক্ষ্য

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Mar 22, 2023 | 11:31 PM

গাছে গাছে সবুজ করে তোলা চারপাশটাকে। সিন্ধি সম্প্রদায়ের সঞ্জয় ও তাঁর সহযোদ্ধাদের সংকল্প এক কোটি গাছ লাগাবেন এই বাংলায়। আর তাই দূষণের মহাফেজখানা ধাপায় ১০০০ টি নারকেল গাছের চারা রোপণ করছেন ওঁরা

Follow Us

বোকা নয়? বোকাই তো! অনেকেই ভেবেছিল যখন কাজ শুরু করেছিলেন সঞ্জয় জয়সিং । মিথরি মিট্টির কাজ। কাজ মানে গাছ। গাছে গাছে সবুজ করে তোলা চারপাশটাকে। সিন্ধি সম্প্রদায়ের সঞ্জয় ও তাঁর সহযোদ্ধাদের সংকল্প এক কোটি গাছ লাগাবেন এই বাংলায়। আর তাই দূষণের মহাফেজখানা ধাপায় ১০০০ টি নারকেল গাছের চারা রোপণ করছেন ওঁরা। প্রতিবছর গ্রীষ্মের শেষে আর বর্ষার শুরুতে প্রচুর বৃক্ষরোপন হয় কিন্তু দেখা যায় কয়েক মাস যেতে না যেতেই বা বছর ঘুরতে না ঘুরতেই সেই গাছগুলি আর থাকে না। এরকম হবে না তো, এই নতুন নারকেল চারাগুলির ক্ষেত্রে? ওরা স্বপ্ন দেখেন একদিন এই বাংলা গাছে গাছে সবুজ হয়ে নির্মল হবে সুন্দর হবে দূষণমুক্ত হবে। বাংলার বাইরে থেকে বাংলায় এসে ওরা স্বপ্ন দেখেন বাংলা একদিন মিষ্টি হবে বাংলার জল, হাওয়া, বাতাস। এক দল প্রবীণের স্বপ্ন মিথরি মিট্টি। মাটি তো মিছরির মতোই মিষ্টি হয়! কি তাই না?

বোকা নয়? বোকাই তো! অনেকেই ভেবেছিল যখন কাজ শুরু করেছিলেন সঞ্জয় জয়সিং । মিথরি মিট্টির কাজ। কাজ মানে গাছ। গাছে গাছে সবুজ করে তোলা চারপাশটাকে। সিন্ধি সম্প্রদায়ের সঞ্জয় ও তাঁর সহযোদ্ধাদের সংকল্প এক কোটি গাছ লাগাবেন এই বাংলায়। আর তাই দূষণের মহাফেজখানা ধাপায় ১০০০ টি নারকেল গাছের চারা রোপণ করছেন ওঁরা। প্রতিবছর গ্রীষ্মের শেষে আর বর্ষার শুরুতে প্রচুর বৃক্ষরোপন হয় কিন্তু দেখা যায় কয়েক মাস যেতে না যেতেই বা বছর ঘুরতে না ঘুরতেই সেই গাছগুলি আর থাকে না। এরকম হবে না তো, এই নতুন নারকেল চারাগুলির ক্ষেত্রে? ওরা স্বপ্ন দেখেন একদিন এই বাংলা গাছে গাছে সবুজ হয়ে নির্মল হবে সুন্দর হবে দূষণমুক্ত হবে। বাংলার বাইরে থেকে বাংলায় এসে ওরা স্বপ্ন দেখেন বাংলা একদিন মিষ্টি হবে বাংলার জল, হাওয়া, বাতাস। এক দল প্রবীণের স্বপ্ন মিথরি মিট্টি। মাটি তো মিছরির মতোই মিষ্টি হয়! কি তাই না?

Next Video