রাত হলেই পৌঁছে যাচ্ছে ওরা, যা বোঝাচ্ছে মানুষকে

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 05, 2025 | 5:17 PM

AIMIM: নজর রয়েছে মালদহ দক্ষিণের সুজাপুর, মোথাবাড়ি, মানিকচক এবং মালদহ উত্তরের হরিশ্চন্দ্রপুর, চাঁচল, রতুয়া, মালতীপুর- এই সাত বিধানসভায়। এছাড়াও দক্ষিণের ইংরেজবাজার বিধানসভাকেও আলাদা করে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রত্যেক ব্লকে নিজেদের কার্যালয় খোলা হয়েছে।

কেউ গিয়ে বোঝাচ্ছেন, মুসলিমদের সঙ্গে প্রতারণা করেছে রাজ্যের শাসক দল, কেউ বলছেন তৃণমূল বারবার মুসলিমদের রান্নার তেজপাতার মতো ব্যবহার করেছে। কারও মুখে এবার মুসলিমদের সংঘবদ্ধ হয়ে রাজ্যের সরকার পরিবর্তনের ডাক।

গ্রামে গ্রামে বহু মানুষ যোগদান করছেন। বুথ ভিত্তিক কমিটি তৈরি হচ্ছে। একেবারে নীচুস্তর থেকে সংগঠন তৈরিতে কোমর বেঁধে নেমে পড়েছে মিম। জনসভা করতে আসাউদ্দিন ওয়াইসির মালদহে আসার প্রস্তুতিও চলছে। মালদহে মিমের এই সক্রিয়তা কি কোনও প্রভাব ফেলবে? মুখ খুলেছে শাসক-বিরোধী সব পক্ষই।