Air Conditioner: এসি কম চালিয়েও কেন বাড়ছে ইলেকট্রিক বিল!
গরম থেকে রেহাই পাওয়ার জন্য এসিই ভরসা। ঘর ঠান্ডা করতে এসির ওপর অনেকেই ভরসা করে। এসি চালালেই অনেকের বিদ্যুৎ বিল অনেক বেশি আসে। দ্রুত ঘর ঠান্ডা করতে এসির সঙ্গে অনেকেই পাখা চালান। কিন্তু এসি কম সময় চালালেও বেশি টাকা বিদ্যুতের বিল কেন আসে জানেন?
গরম থেকে রেহাই পাওয়ার জন্য এসিই ভরসা। ঘর ঠান্ডা করতে এসির ওপর অনেকেই ভরসা করে। এসি চালালেই অনেকের বিদ্যুৎ বিল অনেক বেশি আসে। দ্রুত ঘর ঠান্ডা করতে এসির সঙ্গে অনেকেই পাখা চালান। কিন্তু এসি কম সময় চালালেও বেশি টাকা বিদ্যুতের বিল কেন আসে জানেন? অনেকেই এসির বন্ধ করেন রিমোট টিপে। মেইন সুইচ বন্ধ অনেকেই করেন না বা ভুলে যান। এই জন্য ইলেকট্রিক বিল বেশি আসে। রিমোট দিয়ে সুইচ করার পরও এসি কিন্তু বন্ধ হয় না। এসির আউটডোর ইউনিট কিন্তু চলতেই থাকে। অনেক সময় নষ্ট হয়ে যায় এসির রিলে সুইচ। এসির রিলে সুইচ খারাপ হয়ে গেলে আউটডোর ইউনিটটি সবসময় চালু থাকে। আউটডোর ইউনিট চলার জন্য বিদ্যুৎ খরচ বেড়ে যায়। এসি বন্ধ করলে মেইন সুইচও বন্ধ করবেন। দেখবেন বিদ্যুৎ খরচ অনেকটাই কমে যাবে। এসির মেইন সুইচ বন্ধ না করলে, অনেক সময় কম্প্রেসার চলতে থাকে। এটি এসির জন্য ভাল না। এমনকি এসির কম্প্রেসার খারাপও হয়ে যেতে পারে।