Akshay Kumar: যেন শাপ মুক্তি অক্ষয়ের

Akshay Kumar: যেন শাপ মুক্তি অক্ষয়ের

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 04, 2023 | 1:09 PM

জন্ম পঞ্জাবের অমৃতসরে। তবু কেন কানাডার নাগরিক ছিলেন অক্ষয় কুমার জানেন? একের পর এক ছবি ফ্লপ। ১টা ২টো নয় টানা ১৪টা ফিল্ম ফ্লপ হয় অক্ষয় কুমারের। চলছিল না কোনও ছবিই। তাঁর এক ঘনিষ্ঠ বন্ধুর পরামর্শে কানাডার নাগরিকত্ব নেবার সিদ্ধান্ত নেন অক্ষয় কুমার।

জন্ম পঞ্জাবের অমৃতসরে। তবু কেন কানাডার নাগরিক ছিলেন অক্ষয় কুমার জানেন? একের পর এক ছবি ফ্লপ। ১টা ২টো নয় টানা ১৪টা ফিল্ম ফ্লপ হয় অক্ষয় কুমারের। চলছিল না কোনও ছবিই। তাঁর এক ঘনিষ্ঠ বন্ধুর পরামর্শে কানাডার নাগরিকত্ব নেবার সিদ্ধান্ত নেন অক্ষয় কুমার। এক সাক্ষাৎকারে অক্ষয় বলেন এই কথা। ওই বন্ধুর সঙ্গে কানাডায় কার্গোর ব্যবসা শুরু করার কথা ছিল।

অক্ষয় বলেন কর্মহীন থাকার চাইতে এটাই ছিল সেই সময়ে বাঁচার উপায়। বন্ধুর সঙ্গে টরোন্টো গিয়ে কানাডিয়ান পাসপোর্ট জোগাড় করেন অক্ষয়। এরই মধ্যে ভাগ্য বদলায়। কানাডায় থাকাকালীন তাঁর দুটি ছবি সুপারহিট হয়। আরও ছবির অফার আসতে থাকে। দেশে ফেরার সিদ্ধান্ত নেন অক্ষয়। তবে সেই সিদ্ধান্তে তাঁকে ট্রোলড হতে হয়। তকমা জোটে ‘বিদেশি কুমার’ আর ‘কানাডা কুমার’ এর। ১৫ই অগাস্ট ২০২৩ ভারতের নাগরিকত্ব পান অক্ষয়।