Akshay Kumar Gossips: আবার তামাকের বিজ্ঞাপনে অক্ষয়?

| Edited By: Tapasi Dutta

Oct 28, 2023 | 6:55 PM

প্রেক্ষাগৃহে সিনেমা শুরুর আগে ধূমপান বিরোধী প্রচার হয়। সেই ফিল্মে অক্ষয় কুমার অভিনয় করেছেন। তামাকের বিরুদ্ধে সচেতনতায় অক্ষয়। তারপরেই তামাক ও পান মশলার বিজ্ঞাপনে অজয় দেবগণ, শাহরুখ খান ও অক্ষয় কুমার। যেন ঘোর কেটে যায়। চরম কটাক্ষের মুখে পড়েন অক্ষয় কুমার।

প্রেক্ষাগৃহে সিনেমা শুরুর আগে ধূমপান বিরোধী প্রচার হয়। সেই ফিল্মে অক্ষয় কুমার অভিনয় করেছেন। তামাকের বিরুদ্ধে সচেতনতায় অক্ষয়। তারপরেই তামাক ও পান মশলার বিজ্ঞাপনে অজয় দেবগণ, শাহরুখ খান ও অক্ষয় কুমার। যেন ঘোর কেটে যায়। চরম কটাক্ষের মুখে পড়েন অক্ষয় কুমার। অক্ষয়ের ফিটনেস সারা দেশে সমাদৃত। ব্যক্তিগত জীবনে তিনি ধূমপান ও মদ্যপান করেন না।

রোজ সকালে উঠে সূর্যোদয় দেখেন। তাড়াতাড়ি শুতে যান। তবে কেন এই পান মশলার বিজ্ঞাপনে অক্ষয়? প্রকাশ্যে ক্ষমা চান অক্ষয় কুমার। ওই পান মশলার বিজ্ঞাপনের সব অর্থ তিনি সমাজসেবায় দান করেন। এর পর আরও একটি পান মশলার বিজ্ঞাপনের ভিডিয়ো ভাইরাল হয়। আবার শুরু বিতর্ক। অক্ষয় বলেন ওই ভিডিয়োর শুট হয় ২০২১ এ। সেই চুক্তি শেষ হবে এই বছরেই। সে পর্যন্ত ওই সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ অক্ষয়।