Alia Bhatt and Ranbir Kapoor: মেয়েকে কী বানাতে চান রালিয়া?
বাবার রণবীর কাপুর, মা আলিয়া ভাট কন্যা নিশ্চিতভাবেই অভিনেত্রী হবেন। মা অবশ্য বলছেন কখনই নয় ওকে দেখেই মনে হয় ও বিজ্ঞানী হবে। কন্যা রাহা কাপুরকে নিয়ে এমনটাই জানালেন আলিয়া ভাট। 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র প্রচারে এসে বলেন আলিয়া।
বাবার রণবীর কাপুর, মা আলিয়া ভাট কন্যা নিশ্চিতভাবেই অভিনেত্রী হবেন। মা অবশ্য বলছেন কখনই নয় ওকে দেখেই মনে হয় ও বিজ্ঞানী হবে। কন্যা রাহা কাপুরকে নিয়ে এমনটাই জানালেন আলিয়া ভাট। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র প্রচারে এসে বলেন আলিয়া।
মেয়ের ভবিষ্যৎ নিয়ে ততটা চিন্তিত নন রনবীর। তিনি বলছেন মেয়ে যা চায় তাই হবে। রনবীর চান মেয়ের সঙ্গে ফুটবল খেলতে। তাকে শক্ত পোক্ত তৈরি করতে। ভবিষ্যতে রাহার এতে সুবিধেই হবে। রণবীর বলেন অল্পতেই খুব চিন্তা করে আলিয়া। এতে চাপ তৈরি হয়। তিনি এখন থেকেই মেয়েকে চাপ দিতে চান না। ২০২২ এপ্রিলে রণবীর আলিয়ার বিয়ে হয়। বিয়ের দুমাসের মধ্যে আলিয়ার অন্তঃসত্ত্বা হবার খবর পাওয়া যায়। গত নভেম্বর এ জন্ম নেয় রাহা। আলিয়ার পরবর্তী ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। গল্লি বয়ের পর আবার এই ছবিতে জুটি বেঁধেছেন রণবীর সিং আলিয়া ভাট।
Published on: Oct 01, 2023 01:36 PM
Latest Videos