Alien Unknown Facts: এলিয়েনরা আজও কেন অধরা? উত্তর এল…

May 10, 2023 | 2:40 PM

Alien: পৃথিবীতে এলিয়েন নিয়ে জল্পনা, আগ্রহ আর চর্চা বহুকাল ধরে। গল্প, সিনেমা গবেষণার অন্ত নেই তবুও ভিনগ্রহীরা মানুষের কাছে অধরা। এতদিনেও এলিয়েনদের জানা যায়নি কেন যায়নি?

পৃথিবীতে এলিয়েন নিয়ে জল্পনা, আগ্রহ আর চর্চা বহুকাল ধরে। গল্প, সিনেমা গবেষণার অন্ত নেই তবুও ভিনগ্রহীরা মানুষের কাছে অধরা। এতদিনেও এলিয়েনদের জানা যায়নি কেন যায়নি? এ যাবৎ এলিয়েনদের শনাক্ত করা যায়নি কেন তার উত্তর পাওয়া গেল, একটি গবেষণায়। Ecole Polytechnique Federale de Lausanne সুইৎজারল্যান্ডের পরিসংখ্যান বায়োফিজিক্স ল্যাবের গবেষণায় এসেছে উত্তর । দ্য অ্যাসট্রোনমিক্যাল জার্নালে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে । বায়োফিজিসিস্ট ক্লউডিও গ্রিমালদির মতে ‘আমরা মাত্র ৬০ বছর এলিয়েনদের খুঁজছি’ । ‘পৃথিবী যে বুদবুদের মধ্যে তা বহির্জগতের নির্গত রেডিও তরঙ্গ মুক্ত’ । স্ক্যান করার জন্য একটা বড় জায়গা, অথচ পর্যাপ্ত পরিমাণ এলিয়েন সংক্রমণ সেই পথে নেই । মহাবিশ্বে এলিয়েন কমিউনিকেশনের চিহ্ন খুঁজতে স্ক্যানিংয়ের জন্য সময়,চেষ্টা ও বিপুল অর্থের প্রয়োজন। বহির্জাগতিক বুদ্ধিমত্তা বা এক্সট্রাটেরেস্টিয়াল ইনটেলিজেন্স খোঁজা আদৌ এই সময়ে মূল্যবান কি না, তা নিয়েও আছে বিতর্ক। আকাশগঙ্গার ইলেকট্রোম্যাগনেটিক সংকেতে পৃথিবী কমপক্ষে ছয় দশক ধরে একটি বুদবুদ বা স্পঞ্জের মধ্যে আছে । ছায়াপথের বিভিন্ন স্থানে প্রতি শতাব্দীতে ৫টিরও কম ইলেকট্রোম্যাগনেটিক সঙ্কেত বেরোয় । এই ইলেকট্রোম্যাগনেটিক সঙ্কেতগুলি মিল্কিওয়েতে সুপারনোভার মতোই মামুলি । এলিয়েন সংক্রমণের আঘাত অনুভব করতে কমপক্ষে ৬০ বছর পর্যন্ত সময় লাগে । ক্লউডিও গ্রিমালদি বলেন ‘রেডিও টেলিস্কোপ আবিষ্কারের সময় পৃথিবীর মহাকাশে যেখানে ছিল সেখানে মহাকাশের অন্যান্য সভ্যতার ইলেকট্রোম্যাগনেটিক সঙ্কেত অনুপস্থিত ছিল’ । ক্রমাগত বিভিন্ন সঙ্কেতের বোমাবর্ষণ অনুভব করছি । কিছু কারণে সেগুলি আমারা চিনতে পারছি না’ ।