‘পানীয় জল হিসেবে আর কতদিন কালো জল খেতে হবে?’, খড়্গপুর পৌরসভার পরিষেবা নিয়ে শোরগোল
ফের পৌর পরিষেবা নিয়ে প্রশ্নের মুখে খড়গপুর পৌরসভা। রাজ্য সরকারের শো কজের পর এবার খড়গপুর শহরে ব্যানার পোস্টারিং আমরা বামপন্থী নামে একটি সংগঠনের। আর তার ফলে নতুন করে প্রশ্ন উঠছে পৌরসভার পরিষেবা নিয়ে। নির্দিষ্ট কতগুলি দাবিকে সামনে রেখে খড়গপুর শহরে ব্যানার আমরা বামপন্থী সংগঠনের। আমরা বামপন্থী সংগঠনের পক্ষ থেকে ব্যানারে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে, আর কতদিন মানুষকে কালো জল খেতে হবে পানীয় জল হিসাবে। রেশমি মেটালিকস-র দূষণ থেকে খড়গপুর শহর কি রক্ষা পাবে না? শহরের আবর্জনা পরিষ্কার , রাস্তাঘাট লাইটিং ব্যবস্থা সহ বিভিন্ন ইস্যু নিয়ে এই ব্যানারে লেখা হয়েছে । সাথে রয়েছে খড়গপুর শহরের দুর্নীতির কথা উল্লেখ। খড়গপুর পৌরসভার ব্যানারে লেখা দাবিকে সমর্থন জানিয়েছেন খড়গপুর পৌরসভার বিজেপি কাউন্সিলর তথা বিজেপির জেলার সহ-সভাপতি অভিষেক আগরওয়াল। তাঁরও দাবি, "যে দাবি লেখা হয়েছে ব্যানারে তা সঠিক।" দুটি বিষয় ছাড়া বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেন পৌরপ্রধান কল্যাণী ঘোষ। পানীয় জলের সমস্যা ও রেশমির দূষণ ইস্যুতে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেছেন।
ফের পৌর পরিষেবা নিয়ে প্রশ্নের মুখে খড়গপুর পৌরসভা। রাজ্য সরকারের শো কজের পর এবার খড়গপুর শহরে ব্যানার পোস্টারিং আমরা বামপন্থী নামে একটি সংগঠনের। আর তার ফলে নতুন করে প্রশ্ন উঠছে পৌরসভার পরিষেবা নিয়ে। নির্দিষ্ট কতগুলি দাবিকে সামনে রেখে খড়গপুর শহরে ব্যানার আমরা বামপন্থী সংগঠনের। আমরা বামপন্থী সংগঠনের পক্ষ থেকে ব্যানারে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে, আর কতদিন মানুষকে কালো জল খেতে হবে পানীয় জল হিসাবে। রেশমি মেটালিকস-র দূষণ থেকে খড়গপুর শহর কি রক্ষা পাবে না? শহরের আবর্জনা পরিষ্কার , রাস্তাঘাট লাইটিং ব্যবস্থা সহ বিভিন্ন ইস্যু নিয়ে এই ব্যানারে লেখা হয়েছে । সাথে রয়েছে খড়গপুর শহরের দুর্নীতির কথা উল্লেখ।
খড়গপুর পৌরসভার ব্যানারে লেখা দাবিকে সমর্থন জানিয়েছেন খড়গপুর পৌরসভার বিজেপি কাউন্সিলর তথা বিজেপির জেলার সহ-সভাপতি অভিষেক আগরওয়াল। তাঁরও দাবি, “যে দাবি লেখা হয়েছে ব্যানারে তা সঠিক।” দুটি বিষয় ছাড়া বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেন পৌরপ্রধান কল্যাণী ঘোষ। পানীয় জলের সমস্যা ও রেশমির দূষণ ইস্যুতে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেছেন।