খড়গপুরে শাহি রোড শো ঘিরে উন্মাদনা, হিরণের প্রচারে অমিত শাহ
খড়গপুরে শাহি রোড শো ঘিরে উন্মাদনা। বিজেপি প্রার্থী হিরণের হয়ে প্রচারে নেমেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
নন্দীগ্রাম দিবসের দিন মহানগরে ভাঙা পা নিয়ে রাজপথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবারই রাজ্যে পা দিচ্ছেন অমিত শাহ (Amit Shah)। খড়গপুরে রোড শো করবেন তিনি। জেলায় দলীয় বৈঠক করারও কথা রয়েছে তাঁর। সোমবার যাবেন ঝাড়গ্রামে। এরই মধ্যে বিজেপি আরও এক দফা প্রার্থী তালিকা প্রকাশ করল। ৬৩ আসনে প্রার্থী তালিকা প্রকাশ হল। এ দিন হেভিওয়েট নেতাদের নাম প্রার্থী তালিকায় দেখা গিয়েছে। তৃণমূল থেকে আসা রাজীব বন্দ্যোপাধ্যায় যেমন আছেন তেমনই মন্ত্রী তথা সাংসদ বাবুল সুপ্রিয় এবং সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও এবারের নির্বাচনে লড়ছেন। বাবুল, লকেট এবং নিশীথ প্রামাণিকের মতো সাংসদের নাম প্রার্থী হিসাবে ঘোষণা অত্যন্ত তাৎপর্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন, আহত বাঘ অনেক বেশি ভয়ঙ্কর। হুইলচেয়ারে বসেই খেলা হবে।
হিরণ চ্যাটার্জির প্রচারে অমিত শাহ। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার ঘটনার পর শাহি সভায় আরও আঁটোসাটো নিরপত্তা। রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা। অতীতে এই বিধানসভা কেন্দ্র থেকেই জয়ী হয়ে বিধানসভার সদস্য নির্বাচিত হন দিলীপ ঘোষ। পরে তিনি এই আসন ছেড়ে লোকসভায় প্রার্থী হন এবং জেতেন। যদিও উপনির্বাচনে দিলীপের কাছে হারা আসন পুনরুদ্ধার করে তৃণমূল। এবার আবার সেই আসন ছিনিয়ে নিতে মরিয়া লড়াইয়ে বিজেপি।