Amit Shah: ‘বেছে বেছে তাড়ানো হবে…’, অনুপ্রবেশকারীদের রণহুঙ্কার শাহের

|

Nov 21, 2025 | 3:40 PM

Amit Shah on Infiltration: এদিন সীমান্তরক্ষী বাহিনীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গুজরাটের এই সীমান্ত এলাকায় গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের অভ্য়ন্তরীণ নিরাপত্তার স্বার্থে নানা বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি হুঙ্কার তুলেছেন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। একটা অনুপ্রবেশকারীকে রেয়াত করা হবে না বলেই দাবি তাঁর।

নয়াদিল্লি: ভূজ থেকে অনুপ্রবেশকারীদের উদ্দেশে রণহুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এদিন সীমান্তরক্ষী বাহিনীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গুজরাটের এই সীমান্ত এলাকায় গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের অভ্য়ন্তরীণ নিরাপত্তার স্বার্থে নানা বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি হুঙ্কার তুলেছেন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। একটা অনুপ্রবেশকারীকে রেয়াত করা হবে না বলেই দাবি তাঁর।

এদিন শাহ বলেন, ‘অনুপ্রবেশকারীদের বেছে বেছে দেশছাড়া করা হবে। কাউকে রেয়াত করা হবে না। দেশের সুরক্ষার জন্য এই অনুপ্রবেশকারীরা বিপজ্জনক।’ আর শুধুই দেশের নিরাপত্তা নয়, গণতন্ত্রের স্বার্থেও এঁদের দেশের বাইরে ঠেলে দেওয়ার প্রয়োজন রয়েছে বলেই মত শাহের।