আনাচে কানাচে যাদুঘর | Episode 08: ঘড়ি সংগ্রাহক অভিনন্দন বন্দ্যোপাধ্যায়

| Edited By: aryama das

Jul 16, 2021 | 10:38 PM

মার্কেটে দামের ওঠাপড়া বুঝে তিনি জমিয়ে রাখেন নানা রকম ঘড়ি।

কলকাতার সংগ্রাহকদের তালিকায় তিনিই সবচেয়ে কনিষ্ঠ। ঘড়ি সংগ্রহ করেন। পকেট ঘড়ি, হাত ঘড়ি থেকে একের পর এক বড় দেওয়াল ঘড়ি। ঘড়ি সংগ্রহ নেশা হলেও এখান থেকেই উপার্জনের পথ খুঁজে পেয়েছেন তিনি। মার্কেটে দামের ওঠাপড়া বুঝেও তিনি জমিয়ে রাখেন নানা রকম ঘড়ি।

Published on: Jul 16, 2021 10:37 PM