Whatsapp Hacked: হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে বারংবার সাইবার হানা
মিশর, তুর্কিয়ে, আজারবাইজান, ইয়েমেন ও সৌদিআরবে সাইবার হানা। অক্টোবরের ৩,৪০,০০০বার হয়েছে এই সাইবার হানা। প্রতি ৫ মিনিটে ১বার কোনও ইউজার ও তাঁর কন্ট্যাক্টের অ্যাকাউন্টে সাইবার হানা চালায় ম্যলওয়্যার হোয়াটসঅ্যাপ স্পাই মড। অতিরিক্ত ফিচারের লোভে অনেকেই থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেন।
মিশর, তুর্কিয়ে, আজারবাইজান, ইয়েমেন ও সৌদিআরবে সাইবার হানা। অক্টোবরের ৩,৪০,০০০বার হয়েছে এই সাইবার হানা। প্রতি ৫ মিনিটে ১বার কোনও ইউজার ও তাঁর কন্ট্যাক্টের অ্যাকাউন্টে সাইবার হানা চালায় ম্যলওয়্যার হোয়াটসঅ্যাপ স্পাই মড। অতিরিক্ত ফিচারের লোভে অনেকেই থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেন। এরই সুবিধা নিয়েছে স্পাই ওয়্যারটি। ফোনের নম্বর, কান্ট্রি ও নেটওয়ার্ক কোড, IMEI সহ যাবতীয় ডেটা হাতিয়ে নিয়েছে স্পাই ওয়্যার।
আরবি ও আজারবাইজানি ভাষার ব্যবহারকারীরাই মূল লক্ষ্য ছিল স্পাইওয়্যারের। এই সাইবার হানায় ক্ষতিগ্রস্ত মার্কিন মুলক, ইউরোপ ও রাশিয়া। বিশেষজ্ঞরা বলছেন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন মেসেজিং অ্যাপের জন্য থার্ড পার্টি অ্যাপের সহায়তা না নিতে। ক্যাসপারস্কির পক্ষ থেকে বলা হয়েছে অতিরিক্ত ফিচার নিলে কোনও সিকিউরিটি সিস্টেম ইনস্টল করা উচিত।