Anju Mahendru Garry Sobers Controversy: সোবার্সের ভুলে যাওয়া প্রেমিকা বলি তারকা

| Edited By: Moumita Das

Jul 04, 2023 | 6:16 PM

মুম্বইয়ের নায়িকা অঞ্জু মহেন্দ্রুর সঙ্গে তাঁর সম্পর্ক হয়। বিয়ের প্রতিশ্রুতিতে অঞ্জু আর গ্যারির আংটি বদলও হয়। কিন্তু দেশে ফিরে গিয়ে প্রথম প্রথম যোগাযোগ থাকে। তারপর স্যার গ্যারির মন থেকে ধীরে ধীরে ফিকে হয় অঞ্জু মহেন্দ্রুর স্মৃতি। সোবার্স ও অঞ্জু মহেন্দ্রুর সম্পর্কে ভাঁটার আরও একটি কারণ নায়িকার পরিবার

ভারতে খেলতে এসে বলিউড অভিনেত্রীর প্রেমে পড়েন স্যার গ্যারি সোবার্স। মুম্বইয়ের নায়িকা অঞ্জু মহেন্দ্রুর সঙ্গে তাঁর সম্পর্ক হয়। বিয়ের প্রতিশ্রুতিতে অঞ্জু আর গ্যারির আংটি বদলও হয়। কিন্তু দেশে ফিরে গিয়ে প্রথম প্রথম যোগাযোগ থাকে। তারপর স্যার গ্যারির মন থেকে ধীরে ধীরে ফিকে হয় অঞ্জু মহেন্দ্রুর স্মৃতি। সোবার্স ও অঞ্জু মহেন্দ্রুর সম্পর্কে ভাঁটার আরও একটি কারণ নায়িকার পরিবার। ৬ এর দশকে এক বন্ধুর বাড়িতে আলাপ গড়ায় প্রেম পর্বে। প্রথম জীবনে অঞ্জু মহেন্দ্রুর সম্পর্ক ছিল রাজেশ খান্নার সঙ্গে। রাজেশ অঞ্জুর সম্পর্ক নষ্ট হয় ক্যারিবিয়ান কিংবদন্তীর জন্য। অথচ আংটি বদলের ৩ বছরের মধ্যেই বিয়ে করেন স্যার গ্যারি। ১৯৬৯ এ অস্ট্রেলিয়ান বান্ধবী প্রু কার্বিকে বিয়ে করেন গ্যারি। বিয়ের আগে অঞ্জু মহেন্দ্রুর অনুমতিও চেয়ে নেন গ্যারি। অঞ্জু শুভেচ্ছা জানান সোবার্স দম্পতিকে। রাজেশ খান্না বিয়ে করেন ডিম্পল কাপাডিয়াকে। অন্যদিকে ১৯৯০এ স্যার গ্যারি ও প্রু কার্বির বিবাহ বিচ্ছেদ হয়।