Ankush Hazra: হঠাৎ কেন এত টাকার প্রয়োজন পড়ল অঙ্কুশের?

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Feb 13, 2024 | 10:01 PM

বরাবরই মজার পোস্টের জন্য জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। তাঁর পোস্ট দেখামাত্রই সকলের নজর কাড়ে। বর্তমানে 'মির্জ়া' ছবির ট্রেলার মুক্তি নিয়ে ব্যস্ত অভিনেতা। তারই মাঝে এক ভক্ত তাঁকে প্রশ্ন করেন, এই ছবিতে ১০০০ মহিলা নিয়ে গানের দৃশ্য থাকছে? সম্প্রতি যা 'জওয়ান' ছবিতে দেখা গিয়েছিল। উত্তরে অঙ্কুশ বললেন, "দেখি কিডনি বেচে কত টাকা আসে...।"

কিডনি বেচবেন অঙ্কুশ?
বরাবরই মজার পোস্টের জন্য জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। তাঁর পোস্ট দেখামাত্রই সকলের নজর কাড়ে। বর্তমানে ‘মির্জ়া’ ছবির ট্রেলার মুক্তি নিয়ে ব্যস্ত অভিনেতা। তারই মাঝে এক ভক্ত তাঁকে প্রশ্ন করেন, এই ছবিতে ১০০০ মহিলা নিয়ে গানের দৃশ্য থাকছে? সম্প্রতি যা ‘জওয়ান’ ছবিতে দেখা গিয়েছিল। উত্তরে অঙ্কুশ বললেন, “দেখি কিডনি বেচে কত টাকা আসে…।”

হা-হুতাশ শঙ্করের
স্ত্রী সোনালি চক্রবর্তীকে হারিয়ে নিঃসঙ্গতা যেন ক্রমে গ্রাস করছে টলিউডের অন্যতম বর্ষীয়ান অভিনেতা শঙ্কর চক্রবর্তীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “কোনওরকমে টিকে আছি। বাবা-কাকা-জ্যাঠার চরিত্রে লোক লাগবে বলে আছি আর কী। তবে বাজেট দিনদিন যা হচ্ছে, তাতে একটু বেশি টাকা চাইলেই এরা বাদ দিয়ে দেবে।’’

স্বামীর পদবিতে না ঋতুপর্ণার
টলিউড কুইন ঋতুপর্ণা সেনগুপ্তর স্বামী সঞ্জয়ের পদবি চক্রবর্তী। তবে অভিনেত্রী সেই পদবি ব্যবহার করেন না। কারণ হিসেবে জানিয়েছেন, সেনগুপ্ত পদবিতেই তাঁর পরিচয়। যদিও চক্রবর্তী পদবি নথিতে রয়েছে ঋতুপর্ণার।

সত্যি ফাঁস করলেন মাহিরা
শাহরুখ খানের ‘রইস’ ছবির নায়িকা মাহিরা খান অন্তঃসত্ত্বা। সেই কারণেই ছাড়ছেন একাধিক ছবির প্রস্তাব। খবর ছড়িয়ে পড়তেই সরব মাহিরা খানের টিম। স্পষ্ট জানিয়ে দেওয়া হল, এই খবর সত্যি নয়। তিনি অন্তঃসত্ত্বা নন। কোনও সিরিজ কিংবা ছবির কাজও ছাড়ছেন না।

কলকাতায় হিনা-মুনাওয়ার
বিগবস ১৭ জিতে কলকাতায় এলেন কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। তবে তিনি একা নন, এসেছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। জানা গিয়েছে, একটি মিউজিক ভিডিয়োর শুটিংয়ের কারণেই শহরে আগমন তাঁদের। বিরিয়ানি থেকে শুরু করে লুচি, কবজি ডুবিয়ে চলছে খাওয়া-দাওয়াও।

সরস্বতী পূজায় বড় ক্ষতি
২০২৪ সালে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়েছে। এ ব্যাপারে টেলিভিশনের অতি-পরিচিত মুখ জ্যাসমিন রায় বলেছেন, “একদিকে খুব ক্ষতি হয়েছে। যাঁরা ব্যবসা করেন, তাঁদের সেভাবে রোজগার হবে না। কিন্তু ছেলেমেয়েদের পয়সা বেঁচে যাবে।”

করণের সঙ্গে কাজ করবেন না বিপাশা?
করণ সিং গ্রোভারের সঙ্গে কাজ করতে চান না বিপাশা বসু। কারণ একটাই, সন্তানকে রেখে একসঙ্গে ব্যস্ত থাকতে চান না জুটি। হয় করণ, নয় বিপাশা… সন্তান দেবীর কাছে পালা করে থাকতে চান। আর সেই কারণেই এখন একসঙ্গে কোনও প্রজেক্ট তাঁরা গ্রহণ করবেন না।

শতদ্রুর জলে পরিচালকের দেহ
গত ৪ ফেব্রুয়ারি হিমাচল প্রদেশের কিন্নর জেলার কাশাং নালার কাছে দুর্ঘটনার মুখোমুখি হন দক্ষিণী পরিচালক ভেত্রি দুরাইসামি। পরিচালকের বাবা ঘোষণা করেছিলেন, ছেলেকে খুঁজে দিতে পারলে মিলবে এক কোটি টাকা। অবশেষে মৃত অবস্থায় উদ্ধার হল ভেত্রিকে। সোমবার, ১৩ ফেব্রুয়ারি, দুপুর ২টো নাগাদ শতদ্রু নদী থেকে উদ্ধার করা হয় তাঁর দেহ।

কী করছে ‘হে বেবি’র ছোট্ট মেয়েটা?
অক্ষয় কুমার অভিনীত ‘হে বেবি’ ছবির ছোট্ট বাচ্চাটিকে মনে আছে। এখন তাঁর ১৮ বছর বয়স। ছবি মুক্তির সময় বয়স ছিল ১৭ মাস। সেই শিশু শিল্পীর নাম জুয়ানা সাংভি—সিনেমা থেকে দূরেই আছে সে।