Anubrata Mondal: ‘ওষুধপত্র খাই, দশটার সময় ঘুমিয়ে পড়ি’, গালাগালির ব্যাখ্যা অনুব্রতর

| Edited By: সোমনাথ মিত্র

May 30, 2025 | 9:28 PM

বোলপুরের আইসি লিটন দাসকে গালিগালাজ করে বিতর্কে অনুব্রত মণ্ডল। ভাইরাল অডিও ক্লিপে শোনা যায়, বীরভূমের এই তৃণমূল নেতা পুলিশ আধিকারিক ও তাঁর পরিবারের সদস্যদের উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন। অভিযোগ, বুধবার রাতে মদ্যপ অবস্থায় অনুব্রত মণ্ডল আইসি লিটন দাসকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ঘটনার জেরে বীরভূম জেলা পুলিশ অনুব্রতের বিরুদ্ধে FIR দায়ের করেছে। […]

বোলপুরের আইসি লিটন দাসকে গালিগালাজ করে বিতর্কে অনুব্রত মণ্ডল। ভাইরাল অডিও ক্লিপে শোনা যায়, বীরভূমের এই তৃণমূল নেতা পুলিশ আধিকারিক ও তাঁর পরিবারের সদস্যদের উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন। অভিযোগ, বুধবার রাতে মদ্যপ অবস্থায় অনুব্রত মণ্ডল আইসি লিটন দাসকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

ঘটনার জেরে বীরভূম জেলা পুলিশ অনুব্রতের বিরুদ্ধে FIR দায়ের করেছে। সেইসঙ্গে রাজ্য সরকার তাঁর নিরাপত্তা কমিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেসও এই ঘটনার তীব্র নিন্দা করে চার ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে নির্দেশ দেয়। পরিস্থিতি সামাল দিতে অনুব্রত মণ্ডল লিখিতভাবে ক্ষমা চেয়ে জানান, তিনি ওষুধের প্রভাবে রেগে গিয়েছিলেন।

তবে এই অডিও ক্লিপের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনুব্রত। তিনি দাবি করেছেন, আইসি লিটন দাস দুর্নীতিগ্রস্ত এবং তাঁর অপসারণের জন্য তিনি দীর্ঘদিন ধরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করে আসছেন। ভিডিয়ো বার্তায় আর কী বললেন তিনি?দেখুন ভিডিয়ো

Published on: May 30, 2025 09:28 PM