Anushka Sharma: বিরতি কাটিয়ে ফিরতেই হাসি অনুষ্কা-ফ্যানদের

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Mar 28, 2024 | 9:27 PM

অন্তঃসত্ত্বা হওয়ার খবর থেকে শুরু করে গোপনে সন্তান প্রসব, সবটাই সকলের নজরের আড়ালে রেখেছিলেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। দ্বিতীয় সন্তান জন্মের ৫ দিন পর দিয়েছিলেন সুখবর। যদিও তবে থেকে দেখা মেলেনি অনুষ্কার। এবার সামনে এল তাঁর ছবি। সোশ্যাল মিডিয়ায় কিছুদিনের বিরতি কাটিয়ে ফিরলেন অভিনেত্রী। হাসি ফিরল ভক্তদের ঠোঁটে।

১৭ কিলো ওজন কমল বনি কাপুরের
১১৫ কেজি থেকে শরীরের ওজন ৯৮ কেজি করেছেন অভিনেতা বনি কাপুর। নেপথ্যে রয়েছে শ্রীদেবীর টিপস। বনি কাপুর জানিয়েছেন, তাঁর স্ত্রী শ্রীদেবী তাঁকে সবসময় তেলতেলে, মিষ্টিযুক্ত খাবার খেতে বারণ করতেন। সপ্তাহে মাত্র একদিন ভাত খেতে বলতেন। সেই নিয়ম নেমেই ছিপছিপে হচ্ছেন বনি।

সাবালক হল হৃত্বিক-সুজ়ানের পুত্র
হৃত্বিক রোশন এবং সুজ়ান খানের বড় ছেলে রেহান পা দিলেন ১৮ বছর বয়সে। সাবালকে পরিণত হলেন তিনি। ছেলের জন্মদিনে ভালবাসায় ভরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রেহানের মা সুজ়ান। লিখেছেন, “এখন থেকে তোমার জীবনের সেরা সময় শুরু হচ্ছে…”

পুলিশ হতে চেয়েছিলেন লোপামুদ্রা
পুলিশ অফিসার হতে চেয়েছিলেন গায়িকা লোপামুদ্রা মিত্র। সে অনেক বছর আগের কথা। সরকারি চাকরির চেষ্টায় ছিলেন তিনি। তারপরই ‘বেণীমাধব, বেণীমাধব’ গানটি গাইলেন এবং সেটি জনপ্রিয় হওয়ার পরই পুলিশ হওয়ার সমস্ত প্রচেষ্টায় ইতি টানলেন।

সৌভাগ্যের আশায় অক্ষয়
একটা সময় কেরিয়ারে টানা ১৬টি ছবি ফ্লপ করে অক্ষয় কুমারের। লকডাউনের পরেও ফ্লপ করেছে তাঁর একের পর এক ছবি। কিন্তু দমে যাওয়ার পাত্র নন অক্ষয়। বলেছেন, “আমি কিন্তু কাজ করে গিয়েছি। আগামীতেও সেটাই করব। ‘বড়ে মিঞা ছোটে মিঞা’-এ আমরা একশো শতাংশ দিয়েছি। আশা করি, আমাদের সৌভাগ্য এনে দেবে।”

তৈমুরের বিয়ে?
ছোট্ট তৈমুর আলি খানের বিয়ে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিয়ো। ভিন্টেজ গাড়িতে বর সেজে গোলাপ নিয়ে বেরিয়ে পড়লেন তিনি। ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজ়েনদের নানাজনের নানা মত। কেউ বললেন, তৈমুরের বিয়ে। কেউ আবার বললেন, সইফ চললেন তৃতীয় বিয়ে করতে। যদিও ভিডিয়োটা ঠিক কোথাকার, তা নিয়ে জল্পনা থেকেই গেল।

কোন খামতির কথা বললেন অনন্যা?
চুটিয়ে প্রেম করছেন অনন্যা পাণ্ডে ও আদিত্য রায় কাপুর। তবে অভিনেত্রী অনন্যা পাণ্ডের এই খামতির কথা জানেন কি? নিজেই এক সাক্ষাৎকারে বললেন, “আমি প্রেমিকদের স্পেস দিই না। ৫০ থেকে ৭৫ বার ফোন করি। সবটা জুড়ে শুধু আমিই। এমনটা যে উচিৎ নয়, তাও স্পষ্ট করে দিলেন তিনি।”

সরব রবিনা
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভয়ানক স্মৃতিতে ফিরলেন রবিনা টন্ডন। অক্ষয় কুমারের সঙ্গে বিয়ে ভাঙার জেরে ভেঙে পড়েছিলেন তিনি। তবে আত্মহত্যার চেষ্টা করেননি। অভিনেত্রী বললেন, “বিচ্ছেদ খুব স্বাভাবিক, তবে সেই সময় দুই ম্যাগাজিন উঠে পড়ে লাগে বিক্রি বাড়াতে। আর রটিয়ে দেয় এই সমস্ত খবর।”

কেমন আছেন অনুষ্কা ?
অন্তঃসত্ত্বা হওয়ার খবর থেকে শুরু করে গোপনে সন্তান প্রসব, সবটাই সকলের নজরের আড়ালে রেখেছিলেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। দ্বিতীয় সন্তান জন্মের ৫ দিন পর দিয়েছিলেন সুখবর। যদিও তবে থেকে দেখা মেলেনি অনুষ্কার। এবার সামনে এল তাঁর ছবি। সোশ্যাল মিডিয়ায় কিছুদিনের বিরতি কাটিয়ে ফিরলেন অভিনেত্রী। হাসি ফিরল ভক্তদের ঠোঁটে।

‘নাটু নাটু’-তে মাতলেন পুষ্পা
২০২২ সালে ঝড় তুলেছিল ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গান। অস্কারজয়ী এই গানে এবার রাম চরণের সঙ্গে পা মেলালেন পুষ্পা-স্টার অআল্লু অর্জুন। মুহূর্তে ভাইরাল ভিডিয়ো। অভিনেতার কথায়, “রাম চরণ আমার ভীষণ কাছের ভাই।” দুই বাঘা স্টারকে এক ফ্রেমে দেখেই উচ্ছ্বাস নেটপাড়ায়।