Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anushka Sharma-Virat Kohli: বিরাট কোহলিকে নিয়ে এ কেমন ঠাট্টা অনুষ্কা শর্মার?

Anushka Sharma-Virat Kohli: বিরাট কোহলিকে নিয়ে এ কেমন ঠাট্টা অনুষ্কা শর্মার?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Nov 20, 2023 | 9:31 PM

টিম রোহিত শেষ হাসি হাসতে পারল না। বিশ্বকাপ ফাইনালে এসে চোখের কোলে জল। যে নেটিজ়েনরা গত ১০ ম্যাচে টিমের জয়জয়কার করেছেন, তাঁরা এবার কটাক্ষের বন্যা বইয়ে দিচ্ছেন নেট-দুনিয়ায়। যেখানে অনুষ্কা-বিরাটের চুমু ছিল আবেগের খবর, সেখানেই এবার অনুষ্কা-বিরাটকে নিয়ে ঠাট্টা হল ভাইরাল। একবার অনুষ্কা মজা করে বলেছিলেন, উইকেট নিলে বোলারের থেকে বেশি খুশি হন বিরাট। তাতেই এবার হাসির রোল।

ঐন্দ্রিলাকে নিয়ে সব্যসাচী
ছোটপর্দার অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর এক বছর পার। প্রিয়তমার প্রথম মৃত্যুবার্ষিকীতে কেমন আছেন সব্যসাচী চৌধুরী? জীবনের পথ কতটা স্বাভাবিক হল অন্তর্মুখী নায়কের? শান্ত কণ্ঠে তাঁর উত্তর। “যা ঘটেছে, যা হয়েছে… একটা পর্যায়ের পর সেটাকে সত্যি বলে মেনে নেওয়া ছাড়া কী করণীয় আর আমার?”

ঐন্দ্রিলার মৃত্যুবার্ষিকীতে কী বললেন মা
গত বছর ২০ নভেম্বর না-ফেরার দেশে চলে যান অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ঐন্দ্রিলার মৃত্যুদিনের সেই শোককে বহন করে বেড়াচ্ছেন তাঁর পরিবার এবং প্রিয়জনেরা। এ দিন ঐন্দ্রিলার ছোটবেলার শহর বহরমপুরে বৃক্ষরোপণ, বস্ত্রবিতরণ এবং অভাবীদের আহারের ব্যবস্থা করেছেন তিনি।

‘যা হয়েছে, তা হয়েছে’
বিশ্বকাপ ফাইনালে ভারতের শোচনীয় পরাজয়ের পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছিলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিরাট কোহলির কাছে মুক্ত প্যালেস্তাইনের দাবি নিয়ে আসা সেই অনুপ্রবেশকারীর ছবি শেয়ার করে ঋত্বিক লিখেছিলেন,”যা হয়েছে তা হয়েছে, ঠিক আছে। আমি এই দুটো ছবি রাখলাম।” এর পরেই সামাজিক মাধ্যমে মারাত্মক কটাক্ষের শিকার হলেন অভিনেতা। তকমা পেলেন, ‘দেশদ্রোহী’রও।

শোকে পাথর দীপঙ্কর
শোকে পাথর হয়ে গিয়েছেন দীপঙ্কর দে, খাচ্ছেন আলুসেদ্ধ-ভাত। ক্রিকেট বিশ্বকাপে ভারতের হার নিঝুম করে দিয়েছে টলিউডের প্রবীণ অভিনেতা দীপঙ্কর দে-কে। তাঁর স্ত্রী অভিনেত্রী দোলন রায় বলেছেন, “আর বলবেন না। হতাশ হয়েছেন খুব। বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। তীব্র কষ্ট পেয়েছেন দীপঙ্কর। ভারতের হার দেখতে-দেখতে নিঝুম হয়ে গিয়েছিলেন। থম মেরে বসে আছেন ভারত হারার পর থেকে। এতটাই কষ্ট পেয়েছেন যে, মাংস-টাংস সব থ্রিজে তুলে দিতে বলেছেন। গম্ভীরভাবে বলেছেন, ‘আজ শুধু আলুসেদ্ধ ভাতই খাব’।”

ইন্ডিয়া টিমকে শাহরুখের চিঠি
ক্রিকেট বিশ্বকাপে ভারত হেরে যাওয়ার পর টিম ইন্ডিয়ার উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন শাহরুখ খান। তিনি বলেছেন, “যে ভাবে টিম ইন্ডিয়া এই গোটা টুর্নামেন্টটি খেলেছে, তা সত্যিই সম্মানের এবং গর্বের। তবে এটা খেলা। খেলায় ভাল এবং খারাপ ২টো দিকই আছে। সেই খারাপ দিনটা অপ্রত্যাশিতভাবে আজ এসেছে। তবে আমাদের গর্বিত করার জন্য টিম ইন্ডিয়াকে ধন্যবাদ জানাতে চাই। গোটা দেশকে এতদিন ধরে আনন্দ দিয়েছে এই টিম। ভালবাসা এবং সম্মান জানাই। আপনাদের জন্য আমরা একটা গোটা দেশ হতে পেরেছি।”

শাহরুখের প্রশংসা
রবিবার টিম ইন্ডিয়াকে সমর্থন করতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিলেন টিনসেল টাউনের অনেকেই। তালিকায় ছিলেন সপরিবারে শাহরুখ খান, ছিলেন আশা ভোঁসলেও। ফলে মাঝে মধ্যেই এই স্ট্যান্ডে চলে যাচ্ছিল ক্যামেরার চোখ। আর সেখানেই ধরা পড়ল এক ছবি, আশা ভোঁসলের হাত থেকে এঁটো চায়ের কাপ নিয়ে তা বের করে দিলেন শাহরুখ। তাঁর এই মানবিক দিক দেখে আরও একবার মুগ্ধ দর্শকেরা।

ভাইরাল অনুষ্কা
টিম রোহিত শেষ হাসি হাসতে পারল না। বিশ্বকাপ ফাইনালে এসে চোখের কোলে জল। যে নেটিজ়েনরা গত ১০ ম্যাচে টিমের জয়জয়কার করেছেন, তাঁরা এবার কটাক্ষের বন্যা বইয়ে দিচ্ছেন নেট-দুনিয়ায়। যেখানে অনুষ্কা-বিরাটের চুমু ছিল আবেগের খবর, সেখানেই এবার অনুষ্কা-বিরাটকে নিয়ে ঠাট্টা হল ভাইরাল। একবার অনুষ্কা মজা করে বলেছিলেন, উইকেট নিলে বোলারের থেকে বেশি খুশি হন বিরাট। তাতেই এবার হাসির রোল।

সলমনের শর্ত
সলমন খান সম্প্রতি স্পাই ইউনিভার্সের অংশ হয়ে উঠেছেন। ‘টাইগার থ্রি’ সেই সিরিজ়ে সলমনের প্রথম ছবি। তবে এই প্রস্তাব গ্রহণ করার আগে সলমন খান প্রযোজক আদিত্য চোপড়ার কাছে কী শর্ত রেখেছিলেন জানেন? শাহরুখ খান ‘পাঠান’ ছবির জন্য যে পারিশ্রমিক নিয়েছেন, তাঁকে যেন তার থেকে একটাকাও বেশি পারিশ্রমিক দেওয়া হয়।

কুচুটে পিসির জার্নি শেষ!
শেষ হচ্ছে পিরিয়ড ড্রামা ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। ওই ধারাবাহিকে পৃথ্বীরাজের পিসি সুধাময়ীর চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। ধারাবাহিক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ছেদ পড়ল পিসির জার্নিতেও। সিরিয়ালে পিসি খানিক নেগেটিভ। আবেগঘন শ্রীময়ীর কথায়, “অনেক জায়গায় শুনতে হয়েছে ‘কুচুটে পিসি এসে গিয়েছে’। শুরু থাকলে শেষ হবেই, তবে স্মৃতি সারাজীবন রয়েই যাবে।”