Apu Biswas New Films: অশ্রু বাংলাদেশী তারকা অপুর বিশ্বাসের চোখে!
Apu Biswas New Films: আবেগের অশ্রু বাংলাদেশী তারকা অপুর বিশ্বাসের চোখে। আনন্দ অশ্রু। এই ঈদে মুক্তি পেয়েছে তাঁর নিজস্ব প্রযোজনার প্রথম ছবি লাল শাড়ি। এই ছবির পাশাপাশি মুক্তি পেয়েছে শাকিব খানের নতুন ছবি 'প্রিয়তমা'।
আবেগের অশ্রু বাংলাদেশী তারকা অপুর বিশ্বাসের চোখে। আনন্দ অশ্রু। এই ঈদে মুক্তি পেয়েছে তাঁর নিজস্ব প্রযোজনার প্রথম ছবি লাল শাড়ি। এই ছবির পাশাপাশি মুক্তি পেয়েছে শাকিব খানের নতুন ছবি প্রিয়তমা। বাংলাদেশের দুই সর্বাধিক আলোচিত সুপারস্টার শাকিব ও অপু আলোচনার কেন্দ্রবিন্দুতে সবসময়। তাঁদের সন্তান জয়। শাকিব নিজের ফেস বুকে একটি দীর্ঘ লেখা দিয়ে অপুর নতুন ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন। সব মিলিয়ে অপুর কাছে এটি একটি অত্যন্ত স্মরণীয় একটা ঘটনা হয়ে থাকবে সারাজীবন। টিভি নাইন বাংলা ডিজিটালে কথা বলতে গিয়ে সেই আবেগ প্রকাশ পেল তাঁর গলায়।লাল শাড়ি মূলত বাংলার তাঁত শিল্পের প্রেক্ষাপটে তৈরি একটি ছবি। এই ছবিটি কলকাতায় সরকারি প্রেক্ষাগৃহে দেখানো হতে পারে বলে শোনা যাচ্ছে। অপু দুই বাংলার মানুষের কাছেই অনুরোধ রেখেছেন ছবিটি দেখার জন্য।