Aravalli Hills: দিল্লি মরুভূমি হল বলে, আরাবল্লীর ৯০ শতাংশই নাকি পাহাড় নয়!

|

Dec 24, 2025 | 6:50 PM

Aravalli Hills Crisis: নতুন সংজ্ঞায় রাজস্থানের আরাবল্লী পর্বতের প্রায় ৯৩ শতাংশই বিপন্ন। ১০০ মিটারের নীচে এই পর্বতের অধিকাংশ রেঞ্জই। তথ্য অনুযায়ী, আরাবল্লীর ১.৬ লক্ষ পর্বতচূড়ার মধ্য়ে মাত্র ১০৪৮টির উচ্চতাই ১০০ মিটারের বেশি। বাকি অধিকাংশ পর্বতশৃঙ্গেরই উচ্চতা ৩০ থেকে ৮০ মিটার।

হিমালয়ের থেকেও ৩২০ কোটি বছর পুরনো। ৭৫০ কিলোমিটার জুড়ে বিস্তৃত আরাবল্লী পর্বত ভারতের জন্য এক উপহার। এটি কোটি কোটি বছর ধরে কাজ করছে প্রাকৃতিক ঢাল হিসাবে। নাহলে কবেই দিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশ মরুভূমিতে পরিণত হত! আজ সেই আরাবল্লীই বিপন্ন।  সম্প্রতিই কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক আরাবল্লী পর্বতের সংজ্ঞা বদল করেবলা হয়, সমুদ্রপৃষ্ঠ নয়, ভূপৃষ্ঠ থেকে ১০০ মিটার উচু যে শৃঙ্গগুলি, সেগুলিকেই পর্বত বলে গণ্য করা হবেসুপ্রিম কোর্টও গত ২০ নভেম্বর সেই প্রস্তাবে সম্মতি দেয়এরপরই রাজস্থান জুড়ে বিক্ষোভ শুরু হয়রাজনৈতিক নেতা থেকে শুরু করে পরিবেশপ্রেমী, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা বিক্ষোভ-প্রতিবাদ দেখাতে শুরু করেছেনএই সিদ্ধান্ত পরিবেশগত ভারসাম্য নষ্ট করবে বলেই দাবি করেছেন, কারণ নতুন সংজ্ঞায় রাজস্থানের আরাবল্লী পর্বতের প্রায় ৯৩ শতাংশই বিপন্ন। ১০০ মিটারের নীচে এই পর্বতের অধিকাংশ রেঞ্জইতথ্য অনুযায়ী, আরাবল্লীর ১.৬ লক্ষ পর্বতচূড়ার মধ্য়ে মাত্র ১০৪৮টির উচ্চতাই ১০০ মিটারের বেশিবাকি অধিকাংশ পর্বতশৃঙ্গেরই উচ্চতা ৩০ থেকে ৮০ মিটার