Arijit Singh-Salman Khan: দীর্ঘ ৯ বছর একে-অন্যের মুখও দেখেননি ভাইজান-অরিজিৎ
Bollywood Gossip: বুধবার রাতে সকলকে চমকে দিয়ে সলমন খানের বাড়ি থেকে অরিজিৎ সিং-কে বেরতে দেখা গেল। এই ভিডিয়ো লিক হতেই ভক্তদের মনে খুশির হাওয়া। তবে কি কোনও নতুন কাজকে কেন্দ্র করে জুটি বাঁধতে চলেছেন দুই স্টার? উত্তর সময় দেবে।
মিটল বিবাদ
দীর্ঘ নয় বছর একে-অপরের মুখও দেখেননি সলমন খান ও অরিজিৎ সিং। এক পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার জেরে দূরত্ব বেড়েছিল তাঁদের। তবে বুধবার রাতে সকলকে চমকে দিয়ে সলমন খানের বাড়ি থেকে অরিজিৎ সিং-কে বেরতে দেখা গেল। এই ভিডিয়ো লিক হতেই ভক্তদের মনে খুশির হাওয়া। তবে কি কোনও নতুন কাজকে কেন্দ্র করে জুটি বাঁধতে চলেছেন দুই স্টার? উত্তর সময় দেবে।
কেন রণবীরকে ডাক
বেটিং অ্যাপ মহাদেব-এর মুখ ছিলেন রণবীর কাপুর। এবার তার জেরেই ইডির সমন পেলেন কাপুর সন, বুধবার প্রাথমিকভাবে খবর মিলেছিল এমনই। তবে রাত পোহাতেই উল্টো সুর। জানা গেল, ইডি-র দফতর থেকে তাঁকে ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য নয়, বরং এই বেটিং অ্যাপ বিষয় বিস্তারিত তথ্য জানার জন্যই এই সমন। টাকা কোথা থেকে আসে, কীভাবে আসে, এসব সম্পর্কে ওয়াকিবহাল থাকার জন্যই রণবীরের অভিজ্ঞতা জানতে চান আধিকারিকরা—আপাতত এমন খবরই মিলছে।
‘দ্য ভ্যাক্সিন ওয়ার’-এর প্রশংসায় মোদী
না, ‘দ্য কাশ্মীর ফাইলস’-মতো হিট হয়নি বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য ভ্যাক্সিন ওয়ার’। বক্সঅফিসে কার্যত মুখ থুবড়ে পড়েছে ছবিটি। কোভিডকালের সেই দুঃসহ সময় ফের একবার হলে বসে দেখতে চাননি দর্শক। তাতে কী? এবার ওই ছবির ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন, ওই ছবিটি দেখে ভারতীয়দের গর্বে বুক ফুলে উঠেছে।
দুর্যোগ নিয়ে ‘রসিকতা’
সিকিমে ভয়ঙ্কর দুর্যোগের মুখোমুখি হয়েছিলেন গায়িকা অন্তরা নন্দী। যদিও সহানুভূতির পরিবর্তে সমালোচিতই হতে হল গায়িকাকে। কেন জানেন? পাহাড়ের বুকে তোলা এক রিল ইনস্টাগ্রামে শেয়ার করে নায়িকা লিখেছেন, “এমন নেচেছি যে মেঘই ভেঙে পড়ে গিয়েছে। এমন ট্যালেন্ট দেখেছেন?” ভক্তদের প্রশ্ন, “এতটা অসংবেদনশীল কী করে?”
চোখে চোখ দেব আনন্দ-হেমা মালিনীর
দেব আনন্দের জন্মশতবার্ষিকীতে স্মৃতিচারণা হেমা মালিনীর। চলছিল ‘জনি মেরা নাম’ ছবির শুটিং। ‘ও মেরে রাজা’ গানের শুটিং করতে বিহারে গিয়েছিলেন তাঁরা। নালন্দার কাছে রোপওয়েতে শুটিং করতে গিয়ে বিদ্যুৎ চলে যায়। দেব আনন্দের কোলে বসেছিলেন হেমা। লজ্জিত এবং কুণ্ঠিত হেমাকে দেব আনন্দ বলেছিলেন, “নীচে তাকিও না। আমার চোখের দিকে তাকাও।”
ইরায় মুগ্ধ সলমন
আমির খানের প্রথম পক্ষের মেয়ে ইরা খান। বাবার মতো অভিনয় জগতে পা রাখেননি তিনি। সম্প্রতি মানসিক স্বাস্থ্য নিয়ে ক্যাম্পেন শুরু করেছেন আমির-কন্যা। যে মেয়েকে জন্মাতে দেখেছেন একটা সময়, তাঁর মুখেই এ হেন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথায় অবাক সলমন খান। ইরার পোস্ট শেয়ার করে সলমন খান লিখেছেন, “কামাল হ্যায়! বাচ্চাটা তো বড় হয়ে গিয়েছে। কত শক্ত হয়ে গিয়েছে। কত বুঝদার হয়ে গিয়েছে। ভগবান তোমার মঙ্গল করুক বেটা।”
সুহানার পথপ্রদর্শক
বলিউডে ডেবিউ করছেন শাহরুখ-কন্যা সুহানা খান। এবার তাঁর জীবনে সবচেয়ে বড় সমালোচক বা ক্রিটিক কে, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অভিনেত্রী জানালেন, “আমার মা-বাবা। তবে আমি ওঁদের আমার সমালোচক বলব না, ওঁরা আমার পথপ্রদর্শক, ওঁরাই পথ দেখিয়েছেন। আমার পুরো পরিবার একে-অপরকে সাহায্য করে।”
বিয়ের ভিডিয়ো না তথ্যচিত্র?
এক তথ্যচিত্রে পরিণত হয়েছে অভিনেতা আলি ফজ়ল এবং অভিনেত্রী রিচা চাড্ডার বিয়ের ভিডিয়ো। দু’জনের নামের সঙ্গে মিলিয়ে সেই তথ্যচিত্রের নামকরণ হয়েছে ‘রিয়্যালিটি’। তথ্যচিত্র সম্পর্কে অভিনেতা আলি ফজ়ল বলেছেন, “রিয়্যালিটি বলবে ভালবাসা সব সময় পারফেক্ট হয় না। ভালবাসায় জট থাকে। ভালবাসা হয় অফুরান এবং অগোছালো।”