Labour Policy Rule: এবার ৪ দিন কাজ করেই মিলবে ৫ দিনের বেতন
এক্ষেত্রে ওয়ার্কিং আওয়ার বা কাজের সময় ৯ ঘণ্টা থেকে বাড়িয়ে ১২ ঘণ্টা করে দেওয়া হবে। যদি কোনও অফিস ১২ ঘণ্টার শিফট ডিউটি চালু করে,তবে তাদের কর্মীদের সপ্তাহে তিনদিন ছুটি দিতেই হবে
অনেক অফিসই এবার ৫দিনের বদলে ৪দিন অফিসের নিয়ম চালু করতে চলেছে। ব্রিটেনের প্রায় ১০০টিরও বেশি সংস্থা সপ্তাহে “৪দিন কাজ,৩দিন ছুটি”র নিয়ম চালু করেছে। সে দেশে কর্মীদের বেতন কমবে না। সপ্তাহে ৪দিন কাজ করলেও বেতন মিলবে সপ্তাহে ৫দিন কাজ করার সমানই। এক্ষেত্রে ওয়ার্কিং আওয়ার বা কাজের সময় ৯ ঘণ্টা থেকে বাড়িয়ে ১২ ঘণ্টা করে দেওয়া হবে। যদি কোনও অফিস ১২ ঘণ্টার শিফট ডিউটি চালু করে,তবে তাদের কর্মীদের সপ্তাহে তিনদিন ছুটি দিতেই হবে। এক সপ্তাহে কর্মীদের মোট ৪৮ ঘণ্টা কাজ করতে হবে। ১২ ঘণ্টার ডিউটিতেও কর্মীরা দিনে ২বার বিরতি নেওয়ার সুযোগ পাবেন। এই নিয়ম চালুর পর একাধিক সংস্থাই জানিয়েছেন,কর্মীদের কর্মক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সপ্তাহে ৪দিন অফিস,৩দিন ছুটির নিয়ম চালু করার পর থেকে কর্মীদের সংস্থার প্রতি টান বেড়েছে। বেশিক্ষণ অফিসে থাকার কারণে কর্মীদের ইস্তফা দেওয়ার হারও কমে গিয়েছে। কর্মীরা আগের তুলনায় অনেক কম ছুটি নিচ্ছেন।