Asansol Cattle Smuggling News: ফের সক্রিয় গরু পাচার!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 28, 2023 | 4:01 PM

ফের সক্রিয় হয়ে উঠেছে গরু পাচার। একদিকে গরু পাচারের মামলা স্থানান্তরিত হয়েছে এ রাজ্য থেকে দিল্লিতে। দিল্লির রাউস এভিনিউ কোর্টে গরু পাচারের ইডি ও সিবিআইয়ের মামলা শুরু হয়েছে। অন্যদিকে অভিযোগ আসানসোল সিবিআই আদালত থেকে সরে যেতেই ফের সক্রিয় হয়ে উঠেছে গরু পাচার চক্র। ৩৮ টি গরু বোঝাই বড় লরি ধরা পড়লো ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর।

ফের সক্রিয় হয়ে উঠেছে গরু পাচার। একদিকে গরু পাচারের মামলা স্থানান্তরিত হয়েছে এ রাজ্য থেকে দিল্লিতে। দিল্লির রাউস এভিনিউ কোর্টে গরু পাচারের ইডি ও সিবিআইয়ের মামলা শুরু হয়েছে। অন্যদিকে অভিযোগ আসানসোল সিবিআই আদালত থেকে সরে যেতেই ফের সক্রিয় হয়ে উঠেছে গরু পাচার চক্র। ৩৮ টি গরু বোঝাই বড় লরি ধরা পড়লো ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর।

জামুরিয়ার স্থানীয় মানুষজন ধরে ফেললেন সেই লরি। রাতের অন্ধকারে গরুগুলি পাচারের অভিযোগ স্থানীয়দের। এবারের ঘটনাস্থলে আসানসোলের নিঘা। অভিযোগ নিঘার ১৯ নম্বর জাতীয় সড়কে একটি গরু বোঝাই লরি আটক করে জামুরিয়া থানার পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী।এলাকাবাসীদের অভিযোগ রাতের অন্ধকারে লরি করে গরু পাচার হচ্ছিল। পুলিশ গরু বোঝাই লরিটি আটক করেছে। লরিতে ১৮ টি গরু এবং ১৩ টি বাছুর ছিল।গরু বোঝাই লরির কাগজ পত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কিন্তু অভিযোগ ওই লরির চালক এবং খালাসী পালিয়ে গেছে তাই কাগজপত্র ঠিকমতো পুলিশের হাতে আসেনি।

অন্যদিকে লরিটির নম্বর পশ্চিমবাংলার। তাই ঝাড়খন্ড থেকে লরিটি ঢুকে কোথায় যাচ্ছিল সেই নিয়ে ধন্দে রয়েছে। ওই লরিতে যেভাবে গাদাগাদি করে গরু নিয়ে যাওয়া হচ্ছিল তাতে একটি বাছুর মারা গেছে। বেশ কয়েকটি অসুস্থ বলে অভিযোগ। রাতেই জামুরিয়া থানার শ্রীপুর এলাকা থেকে রানীগঞ্জের পাঞ্জাবি মোড় ফাঁড়ি এলাকায় গরু বোঝাই ওই লরিটি নিয়ে যাওয়া হয়। এবং আপাতত স্থানীয় একটি গোশালায় গরুগুলিকে রাখা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।

Published on: Sep 28, 2023 04:00 PM