Delhi Capitals, IPL 2025: পঞ্জাবে ‘জন্ম’, দিল্লিতে বেড়ে উঠছেন আরও এক ফিনিশার!
Ashutosh Sharma: শিখর ধাওয়ানের ক্যাপ্টেন্সিতে খেলেছেন আশুতোষ। অনেক আগে থেকেই গব্বরের সঙ্গে পরিচয়। শিখর ধাওয়ানকে মেন্টর মানেন। সেই গব্বর যে একজন বব্বর শের তৈরি করেছেন, সময়ের সঙ্গে সেই বার্তাই দিয়ে চলেছেন আশুতোষ শর্মা।
ইটস নট ওভার, আনটিল ইটস ওভার…
জীবনের অনেক ক্ষেত্রেই এই বিষয়টি মেনে চলা হয়। সত্যিই তো। হাল ছেড়ে দিলে কী করে হবে। ক্রিকেটের মতো অনিশ্চিয়তার খেলাতেও তাই। এ যেন প্রকৃতির মতো। খামখেয়ালি। ইচ্ছেমতো তাঁকে নিয়ন্ত্রণ করা যায় না। বরং তার নিয়মের সঙ্গে এগিয়ে যাওয়াই শ্রেয়। পুরনো জায়গা ছেড়ে এগিয়ে গিয়েছেন এক তরুণ ক্রিকেটারও। বলা ভালো, বাধ্য হয়েছেন। দায়িত্ব কিন্তু একই রয়ে গিয়েছে। জার্সি বদলেছে, ভূমিকা নয়।
পঞ্জাব যে দুই আনক্যাপড প্লেয়ারকে রিটেন করেছিল, তাঁরা হলেন প্রভসিমরন সিং ও শশাঙ্ক সিং। আশুতোষ শর্মা হাতছাড়া হয়। মেগা অকশনে একটা সুযোগ নিয়েছিলেন প্রীতি-পন্টিংরা। কিন্তু ফেরাতে পারেননি। আনক্যাপড আশুতোষের জন্য খুব বেশিদূর এগোতে রাজিও ছিল না। শেষ অবধি তাঁকে নেয় দিল্লি ক্যাপিটালস। এই সিদ্ধান্ত ঠিক না ভুল, দীর্ঘমেয়াদী ফল কঠিন। কিন্তু শুরুটা অন্তত বলে দিচ্ছে, দুর্দান্ত সিদ্ধান্ত।
আইসিসি টুর্নামেন্ট এলেই জ্বলে উঠতেন শিখর ধাওয়ান। তাঁর ক্যাপ্টেন্সিতে খেলেছেন আশুতোষ। অনেক আগে থেকেই গব্বরের সঙ্গে পরিচয়। শিখর ধাওয়ানকে মেন্টর মানেন। সেই গব্বর যে একজন বব্বর শের তৈরি করেছেন, সময়ের সঙ্গে সেই বার্তাই দিয়ে চলেছেন আশুতোষ শর্মা। কে জানে, পঞ্জাব শিবির হয়তো দিল্লি-লখনউ ম্যাচ দেখে আপশোস করেছে!