Tripura Election 2023: নির্বাচনের আগে ত্রিপুরা বিজেপি সরকারের ভূয়সী প্রশংসায় অসমের মন্ত্রী রঞ্জিত দাস

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: নির্ণয় ভট্টাচার্য্য

Updated on: Feb 08, 2023 | 5:08 PM

'গরিবের বন্ধু কোনওদিনই কমিউনিস্ট না, গরিবের বন্ধু যদি কেউ হয় তাহলে সেটা ভারতীয় জনতা পার্টি, গরিবের বন্ধু একমাত্র নরেন্দ্র মোদী'

অসম: চলতি মাসেই বিধানসভা নির্বাচন ত্রিপুরায়। একদা সিপিএমের লাল দুর্গ ত্রিপুরায় বর্তমানে বিজেপির শাসন। গত ২০১৮-র বিধানসভা নির্বাচনে লাল দুর্গে ফাটল ধরিয়ে ৪৩.৫৯ শতাংশ ভোট পেয়ে শাসনে আসে বিজেপি। মুখ্যমন্ত্রীর পদে বসেন বিজেপির বিপ্লব কুমার দেব। ২০২২-এ বিজেপি শীর্ষ নেতৃত্বের নির্দেশে বিপ্লব দেব পদত্যাগ করলে মুখ্যমন্ত্রী হন মানিক সাহা। আবারও এক বিধানসভা নির্বাচনের সামনে পার্বত্য রাজ্য ত্রিপুরা। নিজেদের পুরনো জমি ও পুরনো গৌরব ফিরে পেতে মরিয়া সিপিএম। জোরদার টক্কর দিতে প্রস্তুত লাল শিবির। ইতিমধ্যেই ত্রিপুরা নিজেদের জমি শক্ত করতে তৈরি তৃণমূল কংগ্রেসও। ত্রিপুরা জয়ের হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনারও। পার্বত্য রাজ্যে নিজেদের জমি ধরে রাখতে প্রস্তুত গেরুয়া শিবির। এহেন পরিস্থিতিতে প্রতিবেশী রাজ্যের পাশে অসমের বিজেপি। ত্রিপুরায় বিজেপির হাত শক্ত করতে এগিয়ে এল অসমের গেরুয়া শিবির। আগরতলার বনমালীপুর বিধানসভা সমষ্টির ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রী রঞ্জিত দাস প্রকাশ্য জনসভায় দিলেন এমনই বার্তা। ‘গরিবের বন্ধু কোনওদিনই কমিউনিস্ট না, গরিবের বন্ধু যদি কেউ হয় তাহলে সেটা ভারতীয় জনতা পার্টি, গরিবের বন্ধু একমাত্র নরেন্দ্র মোদী’, ত্রিপুরার বিজেপি সরকারের ভূয়সী প্রশংসা করে এমনই বার্তা রাজীব ভট্টাচার্যর।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla