Astro Party: দেশের প্রথম অ্যাস্ট্রো পার্টি
ভারতে জনপ্রিয় হচ্ছে অ্যাস্ট্রো ট্যুরিজম । পৃথিবীর সর্বোচ্চ জ্যোতির্বিজ্ঞান মানমন্দির হানলের এই অবজার্ভেটরি । বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গামা রে টেলিস্কোপ লাগানো রয়েছে এখানে। এই অবজার্ভেটরি লাদাখের চাংথাং শীতল মরুভূমিতে অবস্থিত। উত্তরাখণ্ডের চামোলি জেলার বেনিতালও অ্যাস্ট্রো ট্যুরিজম স্পট হিসাবে জনপ্রিয় হচ্ছে । ১৯ থেকে ২১ মে বেনিতালে হবে ‘অ্যাস্ট্রো পার্টি’
সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৫০০ মিটার উচ্চতায় লাদাখের হানলেতে তৈরি হয়েছে দেশের প্রথম ডার্ক স্কাই রিজার্ভ। ভারতে জনপ্রিয় হচ্ছে অ্যাস্ট্রো ট্যুরিজম । পৃথিবীর সর্বোচ্চ জ্যোতির্বিজ্ঞান মানমন্দির হানলের এই অবজার্ভেটরি । বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গামা রে টেলিস্কোপ লাগানো রয়েছে এখানে। এই অবজার্ভেটরি লাদাখের চাংথাং শীতল মরুভূমিতে অবস্থিত। উত্তরাখণ্ডের চামোলি জেলার বেনিতালও অ্যাস্ট্রো ট্যুরিজম স্পট হিসাবে জনপ্রিয় হচ্ছে । ১৯ থেকে ২১ মে বেনিতালে হবে ‘অ্যাস্ট্রো পার্টি’ । সমুদ্রতল থেকে ২৬০০ মিটার উচ্চতায় বেনিতাল উত্তরাখণ্ডের প্রথম ‘অ্যাস্ট্রো ভিলেজ’। গ্রামের মাঝে একটি হ্রদ। ‘তাল’ শব্দের মানে হ্রদ । হ্রদ ঘিরে বেনিতাল ও দুধাতলি পাহাড়। গ্রাম থেকে দেখা যায় হিমালয়ের বরফ ঢাকা চূড়া। গ্রামের পরিবেশ শান্ত ও নিরিবিলি, দেখা যায় বন্য জন্তও । ‘অ্যাস্ট্রো পার্টি’ র জন্য দূরবীন ও টেলিস্কোপের ব্যবস্থা থাকছে । ঋষিকেশ ও বদ্রিনাথ হাইওয়ে আর করণপ্রয়াগ ও সিমলি হাইওয়ে হয়ে যাওয়া যায় বেনিতাল। স্টারগেজিংয়ের এমন সুযোগ হাতছাড়া করা যায়?