Astro Party: দেশের প্রথম অ্যাস্ট্রো পার্টি

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

May 15, 2023 | 5:21 PM

ভারতে জনপ্রিয় হচ্ছে অ্যাস্ট্রো ট্যুরিজম । পৃথিবীর সর্বোচ্চ জ্যোতির্বিজ্ঞান মানমন্দির হানলের এই অবজার্ভেটরি । বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গামা রে টেলিস্কোপ লাগানো রয়েছে এখানে। এই অবজার্ভেটরি লাদাখের চাংথাং শীতল মরুভূমিতে অবস্থিত। উত্তরাখণ্ডের চামোলি জেলার বেনিতালও অ্যাস্ট্রো ট্যুরিজম স্পট হিসাবে জনপ্রিয় হচ্ছে । ১৯ থেকে ২১ মে বেনিতালে হবে ‘অ্যাস্ট্রো পার্টি’

Follow Us

সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৫০০ মিটার উচ্চতায় লাদাখের হানলেতে তৈরি হয়েছে দেশের প্রথম ডার্ক স্কাই রিজার্ভ। ভারতে জনপ্রিয় হচ্ছে অ্যাস্ট্রো ট্যুরিজম । পৃথিবীর সর্বোচ্চ জ্যোতির্বিজ্ঞান মানমন্দির হানলের এই অবজার্ভেটরি । বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গামা রে টেলিস্কোপ লাগানো রয়েছে এখানে। এই অবজার্ভেটরি লাদাখের চাংথাং শীতল মরুভূমিতে অবস্থিত। উত্তরাখণ্ডের চামোলি জেলার বেনিতালও অ্যাস্ট্রো ট্যুরিজম স্পট হিসাবে জনপ্রিয় হচ্ছে । ১৯ থেকে ২১ মে বেনিতালে হবে ‘অ্যাস্ট্রো পার্টি’ । সমুদ্রতল থেকে ২৬০০ মিটার উচ্চতায় বেনিতাল উত্তরাখণ্ডের প্রথম ‘অ্যাস্ট্রো ভিলেজ’। গ্রামের মাঝে একটি হ্রদ। ‘তাল’ শব্দের মানে হ্রদ । হ্রদ ঘিরে বেনিতাল ও দুধাতলি পাহাড়। গ্রাম থেকে দেখা যায় হিমালয়ের বরফ ঢাকা চূড়া। গ্রামের পরিবেশ শান্ত ও নিরিবিলি, দেখা যায় বন্য জন্তও । ‘অ্যাস্ট্রো পার্টি’ র জন্য দূরবীন ও টেলিস্কোপের ব্যবস্থা থাকছে । ঋষিকেশ ও বদ্রিনাথ হাইওয়ে আর করণপ্রয়াগ ও সিমলি হাইওয়ে হয়ে যাওয়া যায় বেনিতাল। স্টারগেজিংয়ের এমন সুযোগ হাতছাড়া করা যায়?

সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৫০০ মিটার উচ্চতায় লাদাখের হানলেতে তৈরি হয়েছে দেশের প্রথম ডার্ক স্কাই রিজার্ভ। ভারতে জনপ্রিয় হচ্ছে অ্যাস্ট্রো ট্যুরিজম । পৃথিবীর সর্বোচ্চ জ্যোতির্বিজ্ঞান মানমন্দির হানলের এই অবজার্ভেটরি । বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গামা রে টেলিস্কোপ লাগানো রয়েছে এখানে। এই অবজার্ভেটরি লাদাখের চাংথাং শীতল মরুভূমিতে অবস্থিত। উত্তরাখণ্ডের চামোলি জেলার বেনিতালও অ্যাস্ট্রো ট্যুরিজম স্পট হিসাবে জনপ্রিয় হচ্ছে । ১৯ থেকে ২১ মে বেনিতালে হবে ‘অ্যাস্ট্রো পার্টি’ । সমুদ্রতল থেকে ২৬০০ মিটার উচ্চতায় বেনিতাল উত্তরাখণ্ডের প্রথম ‘অ্যাস্ট্রো ভিলেজ’। গ্রামের মাঝে একটি হ্রদ। ‘তাল’ শব্দের মানে হ্রদ । হ্রদ ঘিরে বেনিতাল ও দুধাতলি পাহাড়। গ্রাম থেকে দেখা যায় হিমালয়ের বরফ ঢাকা চূড়া। গ্রামের পরিবেশ শান্ত ও নিরিবিলি, দেখা যায় বন্য জন্তও । ‘অ্যাস্ট্রো পার্টি’ র জন্য দূরবীন ও টেলিস্কোপের ব্যবস্থা থাকছে । ঋষিকেশ ও বদ্রিনাথ হাইওয়ে আর করণপ্রয়াগ ও সিমলি হাইওয়ে হয়ে যাওয়া যায় বেনিতাল। স্টারগেজিংয়ের এমন সুযোগ হাতছাড়া করা যায়?

Next Video