Post Office: পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমে ৫ বছরের জন্য বিনিয়োগে কী কী সুবিধে
কর বাঁচাতে চাইলে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমে ৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন। ৫ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিটে কত সুদ পাবেন?
কর বাঁচাতে চাইলে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমে ৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন। ৫ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিটে মেলে করছাড়ের সুবিধা। ৫ বছরের জন্য আমানত রাখলে তবেই মিলবে কর ছাড়ের সুবিধা। পোস্ট অফিস টাইম ডিপোজিটে ১ বছরের FD-তে ৬.৬ %। ২ বছর এবং ৩ বছরের জন্য যথাক্রমে ৬.৮% এবং ৬.৯ % হারে মেলে সুদ। ৫ বছরের স্থায়ী আমানতের জন্য ৭ % সুদ দেয় পোস্ট অফিস। পোস্ট অফিসের ছোট সঞ্চয় প্রকল্পের সুদের হার প্রতি ত্রৈমাসিকে সংশোধিত হয়। ৮০ সি ধারায় জনগণ মোট আয় থেকে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত করছাড় পান। পোস্ট অফিসের টাইম ডিপোজিটে ৫ বছরের জন্য টাকা রাখলে এই কর ছাড় পাওয়া যায়। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৫ বছর পরেও সেই ডিপোজিটের মেয়াদ বৃদ্ধি করা যায়।