Atlee Kumar: কোন রসায়নে অ্যাটলিকে হলিউডের অফার

| Edited By: Tapasi Dutta

Oct 08, 2023 | 4:35 PM

জওয়ানের পরিচালক অ্যাটলির প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ খান। তামিল ছবির এই বিখ্যাত পরিচালকের ঝুলিতে একের পর এক হিট ছবি। তাঁর ঝুলিতে ফ্লপ নেই। জওয়ান ঝড়ে আসমুদ্র হিমাচলকে কাবু করার পর ডাক এল হলিউড থেকে। কোন ফর্মুলায় অ্যাটলির সাফল্য? তিনি বলছেন টাকার লোভ নয় শুধুমাত্র ভালবাসা দিয়েই তিনি তৈরি করেন তাঁর ছবি।

জওয়ানের পরিচালক অ্যাটলির প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ খান। তামিল ছবির এই বিখ্যাত পরিচালকের ঝুলিতে একের পর এক হিট ছবি। তাঁর ঝুলিতে ফ্লপ নেই। জওয়ান ঝড়ে আসমুদ্র হিমাচলকে কাবু করার পর ডাক এল হলিউড থেকে। কোন ফর্মুলায় অ্যাটলির সাফল্য? তিনি বলছেন টাকার লোভ নয় শুধুমাত্র ভালবাসা দিয়েই তিনি তৈরি করেন তাঁর ছবি।

বিশেষ কোনও ফর্মুলা নেই তাঁর। মানবিক সম্পর্কে যেমন জরুরী প্রেম ও ভালবাসা। তেমনই ছবি তৈরির ক্ষেত্রেও প্রয়োজন ভালবাসা। কেবলমাত্র অভিনেতাদের প্রতি ভালোবাসা নয়, প্রযোজককেও সমান ভাবে ভালবাসতে হবে। অ্যাটলি বলছেন তবেই তৈরি হবে ভাল ছবি। নয়ত গোটা বিশ্বই পরিণত হবে একটা যন্ত্রে। তাঁর সাফল্যের মূলে ভালবাসা আর সততা। তাঁর সামনে কেউ ব্ল্যাংক চেক রেখে দিলেও তিনি কাজ করতে পারবেন না। তার বদলে কেবলমাত্র ভালবাসা দিয়েই তাঁকে বশ করা যায়, বলছেন পরিচালক অ্যাটলি।