Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Auli Tourism: পুজোয় চলুন ভারতের সুইৎজারল্যান্ডে

Auli Tourism: পুজোয় চলুন ভারতের সুইৎজারল্যান্ডে

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 15, 2023 | 7:43 PM

এশিয়ার ২য় দীর্ঘতম রোপওয়ে। বিশ্বের সর্বোচ্চ কৃত্রিম হ্রদ। চোখ মেললেই মান পর্বত, দুনাগিরি, জোশীমঠ, নন্দা দেবী, কামেতের মতো পর্বত শৃঙ্গ। এই নিসর্গ একসঙ্গে হলে তাহলে আপনি রয়েছেন আউলিতে। নৈসর্গিক সৌন্দর্যে দার্জিলিং, খাজ্জিয়ার বা চোপতার থেকে অনেকটা অন্যরকম আউলি।

এশিয়ার ২য় দীর্ঘতম রোপওয়ে। বিশ্বের সর্বোচ্চ কৃত্রিম হ্রদ। চোখ মেললেই মান পর্বত, দুনাগিরি, জোশীমঠ, নন্দা দেবী, কামেতের মতো পর্বত শৃঙ্গ। এই নিসর্গ একসঙ্গে হলে তাহলে আপনি রয়েছেন আউলিতে। নৈসর্গিক সৌন্দর্যে দার্জিলিং, খাজ্জিয়ার বা চোপতার থেকে অনেকটা অন্যরকম আউলি। আউলি ও জোশীমঠের মধ্যেকার ৪.১৫ কিমি শূন্যস্থানে ভেসে আছে রোপওয়ে।

রোপওয়ের একটি কেবিনে ২৫ জনের বসার ব্যবস্থা। আউলি সমুদ্রপৃষ্ঠ থেকে ১০,০০০ ফুট ওপরে। আউলির তুষারপাত দেখা লাইফটাইম অ্যাচিভমেন্ট। আউলি থেকে দেখা যায় স্লিপিং বিউটি পাহাড়। মনে হয় যেন এক তুষারাবৃত সুন্দরী দিগন্ত জুড়ে শুয়ে আছে। আউলি স্কিয়িংয়ের জন্য বিখ্যাত। এখানকার স্কিয়িং ট্র্যাক ১৩০০ মিটারের। কাছাকাছি ট্রেক করেও আসা যায়। কুয়ারি পাস, খুলারা, তপোবন এখান থেকে কাছেই। তুষারপাত না হলে কৃত্রিম জলাধারের জল থেকে তুষার তৈরি হয় এখানে। হ্রদের জল ধারণ ক্ষমতা ২৫ হাজার কিলোলিটার। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এখানে তুষারপাত হয়।