Agarpara-Dunlop Auto Route: আগরপাড়া-ডানলপ রুটের অটো!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 30, 2023 | 6:30 PM

বেলঘড়িয়া ২৮ নম্বর ওয়ার্ড ২৩০ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় আগরপাড়া স্টেশন থেকে ডানলপ মোড় পর্যন্ত অটো রুট চলে। এই অটো রুটে মোট 25 টি অটো রয়েছে। অটো রুট তৃণমূল কংগ্রেস পরিচালিত ইউনিয়নের দ্বারা পরিচালিত হয়।

বেলঘড়িয়া ২৮ নম্বর ওয়ার্ড ২৩০ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় আগরপাড়া স্টেশন থেকে ডানলপ মোড় পর্যন্ত অটো রুট চলে। এই অটো রুটে মোট 25 টি অটো রয়েছে। অটো রুট তৃণমূল কংগ্রেস পরিচালিত ইউনিয়নের দ্বারা পরিচালিত হয়। অটোচালকদের অভিযোগ ২৫ টি অটোর পরেও নতুন করে ১০ টি অটো ঢোকানো হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হলো।

নতুন করে কোন অটো এই রুটে ঢোকাতে দেবে না আগের অটোচালকেরা। সেই কারণে আগরপাড়া স্টেশন থেকে ডানলপ পর্যন্ত অটো রুট বন্ধ রেখেছে অটো চালকেরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বেলঘড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী,যতক্ষণ প্রশাসন কোনো ব্যবস্থা না নেবে ততক্ষণ এই অটো রুট বন্ধ থাকবে বলে হুশিয়ারি দিলেন অটোচালকেরা। তৃণমূল ইউনিয়নের কাজিয়ার অটো বন্ধের ঘটনায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা কিশোর কর বলেন, তৃণমূলের এই গোষ্ঠীকোন্দল নতুন কিছু নয়,নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল ও কাজিয়া রাজ্যে এখন পুরনো হয়ে গেছে। এই করেই তৃণমূল দলটি রাজ্য থেকে চলে যাবে…..।

Published on: Oct 30, 2023 04:47 PM