Social Work: কলকাতা স্বাস্থ্য সংকল্প সংস্থাকে সমাজসেবার কাজে দৃষ্টান্ত স্থাপনের জন্য পুরস্কৃত করা হল
সমাজসেবার কাজে দৃষ্টান্ত স্থাপনের জন্য পুরস্কার। এল এস জি চ্যারিটেবল ট্রাস্ট পুরস্কার তুলে দিলেন একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে। এঁরা কিডনির অসুখে ভোগা মানুষের পাশে থাকেন। করোনার সময় ঠিক যেভাবে ছিলেন । এঁদের পাশে আরও বেশি করে থাকার প্রতিশ্রুতি দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মিস্টার সঞ্জীব মেহতা।
সমাজসেবার কাজে দৃষ্টান্ত স্থাপনের জন্য পুরস্কার। এল এস জি চ্যারিটেবল ট্রাস্ট পুরস্কার তুলে দিলেন একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে। এঁরা কিডনির অসুখে ভোগা মানুষের পাশে থাকেন। করোনার সময় ঠিক যেভাবে ছিলেন। এঁদের পাশে আরও বেশি করে থাকার প্রতিশ্রুতি দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মিস্টার সঞ্জীব মেহতা।
সঞ্জীব মেহতা, কর্নধার , হিন্দুস্তান লিভার সাধুবাদ জানিয়ে বলেন, ” আমাদের দেশ এভাবেই এগিয়ে চলেছে।” সুচেতা মের, সভাপতি,এল এস জি বলেন, ” আমরা চেয়েছিলাম এরকম কোনও সংগঠনকে সম্মান দিতে যাঁরা মানুষের জন্য কাজ করেন। এরা ডায়ালিসিস দিয়ে বহু মানুষের সেবা করছেন।” এই সংস্থাটি মহিলা পরিচালিত এবং পুরো অনুষ্ঠানটির মধ্যেই ছিল মানুষের পাশে থাকার মহৎ উদ্দেশ্য।
