Axis Bank Fixed Deposit Interest: সুদ বাড়াল অ্যাক্সিস
স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল অ্যাক্সিস ব্যাঙ্ক। ৭ দিন থেকে ১০ বছরের স্থায়ী আমানতে ৩.৫০% থেকে ৭.৮৫% সুদ দিচ্ছে অ্যাক্সিস। সাধারণ গ্রাহকদের সর্বোচ্চ ৭.১০% ও ষাটোর্ধদের ৭.৮৫% সুদ দিচ্ছে অ্যাক্সিস। ২৮ অগাস্ট থেকে লাগু হয়েছে এই রেট।
স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল অ্যাক্সিস ব্যাঙ্ক। ৭ দিন থেকে ১০ বছরের স্থায়ী আমানতে ৩.৫০% থেকে ৭.৮৫% সুদ দিচ্ছে অ্যাক্সিস। সাধারণ গ্রাহকদের সর্বোচ্চ ৭.১০% ও ষাটোর্ধদের ৭.৮৫% সুদ দিচ্ছে অ্যাক্সিস। ২৮ অগাস্ট থেকে লাগু হয়েছে এই রেট। ৭ থেকে ৪৫ দিনের স্থায়ী আমানতে ৩.৫০% সুদ। ৪৬ থেকে ৬০ দিনের স্থায়ী আমানতে সুদের হার ৪% । ৬১ দিন থেকে ৩ মাসের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৪.৫০% । ৩ থেকে ৬ মাসের স্থায়ী আমানতে ৪.৭৫% সুদ। ৬ থেকে ৯ মাসের এফডিতে ৫.৭৫% সুদ। ৯ মাস থেকে ১ বছরের এফডিতে ৬% সুদ দিচ্ছে অ্যাক্সিস। ৬.৭৫% সুদ ১ থেকে ১ বছর ৪ দিনের স্থায়ী আমানতে। ১ বছর ৫ দিন থেকে ১৩ মাসের স্থায়ী আমানতে ৬.৮০% সুদ। ১৩ মাস থেকে ২ বছরের স্থায়ী আমানতে ৭.১০% সুদ। ২ বছর থেকে ৩০ মাসের এফডিতে সুদের হার ৭.১০% । ৩০ মাস থেকে ৩ বছরের স্থায়ী আমানতে সুদের হার ৭.১০% । ৩ থেকে ৫ বছরের এফডিতে সুদ ৭% । ৫ থেকে ১০ বছরের স্থায়ী আমানতেও ৭% সুদ দিচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক।