Ayesha Jhulka: ঘনিষ্ঠ দৃশ্যের পর গায়েব নায়িকা!
আয়েশার বেশ কিছু সুপারহিট সিনেমা আছে । সেই সিনেমাগুলো হল খিলাড়ি, কুরবান। আচমকা তাঁকে আর ইন্ডাস্ট্রিতে দেখা যায়নি বহু বছর। কিন্তু কেন? ১৯৯৩ সালে আয়েশা দালাল ছবিতে অভিনয় করেন। সেই ছবিতে তাঁকে বেশ কিছু বোল্ড দৃশ্যে অভিনয় করতে হয়।
আয়েশা জুলকা বলিউডে ডেবিউ করেন ১৯৮৩ সালে। সেই সময় তিনি অন্যতম নায়িকা ছিলেন। আয়েশার বেশ কিছু সুপারহিট সিনেমা আছে । সেই সিনেমাগুলো হল খিলাড়ি, কুরবান। আচমকা তাঁকে আর ইন্ডাস্ট্রিতে দেখা যায়নি বহু বছর। কিন্তু কেন? ১৯৯৩ সালে আয়েশা দালাল ছবিতে অভিনয় করেন। সেই ছবিতে তাঁকে বেশ কিছু বোল্ড দৃশ্যে অভিনয় করতে হয়। আয়েশার বিপরীতে দেখা যায় মিঠুন চক্রবর্তীকে অভিনয় করতে । সিনে বাফদের একাংশের মতে, আয়েশাকে দর্শক বোল্ড রূপে মানতে পারেননি। সেই জন্য তিনি বিদায় নেন বলিউড থেকে কিছু সময়ের পর। তারপর তিনি কিছু ছবিতে অভিনয় করলেও দর্শকদের মন কাড়তে পারেননি। দীর্ঘদিন আয়েশাকে সিনেমাতে দেখা না গেলেও তিনি আবার কামব্যাক করেছেন । তিনি হ্যাপি ফ্যামিলি,কন্ডিশন অ্যাপ্লাই ও হাশ হাশ সিরিজে অভিনয় করছেন।
Latest Videos