Dream Girl 2: নায়কের সঙ্গে বয়সের ফারাক ১৪, কী বললেন ‘ড্রিম গার্ল ২’-এর নায়িকা
আয়ুষ্মান খুরানার থেকে অনন্যা পাণ্ডে ১৪ বছরের ছোট। বয়সের ব্যবধানে অসুবিধে নেই? ‘ড্রিম গার্ল ২’-এর অভিনেত্রীকে প্রশ্ন করলে তিনি জানান, বয়সের এই ব্যবধান সিনে দুনিয়ায় একেবারেই নতুন নয়। তাই তাঁর এই বিষয় কোনও সমস্যাই নেই।
জনপ্রিয় অভিনেতা
প্রকাশ্যে IMDb-র জনপ্রিয় ভারতীয় অভিনেতার তালিকা। যেখানে প্রথম স্থান দখল করলেন দীপিকা পাড়ুকোন। তবে চমক জাগাল দ্বিতীয় স্থান—না শাহরুখ খান, না সলমন খান। দ্বিতীয় স্থানে জায়গা করে নিলেন সম্প্রতি ‘কোহরা’ সিরিজ় অভিনয় করে সকলের নজর কেড়ে-নেওয়া অভিনেতা সুবিন্দর ভিকি। তিনিই এবার দ্বিতীয় স্থানে।
বয়সের ব্যবধানে নায়িকা
আয়ুষ্মান খুরানার থেকে অনন্যা পাণ্ডে ১৪ বছরের ছোট। বয়সের ব্যবধানে অসুবিধে নেই? ‘ড্রিম গার্ল ২’-এর অভিনেত্রীকে প্রশ্ন করলে তিনি জানান, বয়সের এই ব্যবধান সিনে দুনিয়ায় একেবারেই নতুন নয়। তাই তাঁর এই বিষয় কোনও সমস্যাই নেই।
এ কী বললেন কাজল
কাজলের ব্যবহার নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা তুঙ্গে। তিনি নাকি অধিকাংশকেই সহবত দেখিয়ে উঠতে পারেন না, ট্রোলের এই প্রসঙ্গে এবার নিজের বিষয়ে সাফ মন্তব্য করলেন কাজল। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “নয় আমি কথা বলতেই থাকি, বলতেই থাকি, আবার কখনও আমি রাখছি না বলেই ফোনটা কেটে দিয়ে থাকি। আমি মূলত এই দুই মুডের।”
আসবে সিক্য়ুয়েল?
সদ্য মুক্তি পেয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবি। সাত বছর পর পরিচালনায় করণ জোহর। এবার ছবি নিয়ে নয়া ইঙ্গিত করণের কথায়। রকি অউর রানি বিয়ের পর কোথায় থাকবে? প্রশ্ন করতেই তিনি জানান, তিনি চান রকি আর রানি পরিবারের থেকে দূরে থাকুক। তবে কি গল্পের পরবর্তী অংশ বুনতে শুরু করেছেন করণ? উত্তর শুনে সিক্যুয়েলের জল্পনা তুঙ্গে।
কোথায়-কোথায় কাঁচি?
‘OMG ২’ ছবির একাধিক দৃশ্যে পরিবর্তন আনা হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই সব দৃশ্যের খবর। কন্ডোম পোস্টার থেকে শুরু করে ন্যুডিটি, ছবিতে থাকা এমনই কিছু বিতর্কিত দৃশ্য বাদ পড়ল সেন্সরের নির্দেশে।
প্রয়াত নীতীন দেশাই
প্রয়াত বলিউডের জনপ্রিয় আর্ট ডিরেক্টার নীতীন দেশাই। তাঁর তৈরি ND স্টুডিয়ো-তেই গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করে এই মৃত্যু। সূত্রের খবর, ২৫০ কোটি টাকা দেনার দায় মাথায় থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া বলিউডে।
হিট স্ট্রোক অভিনেতার
হিট স্ট্রোক-এ আক্রান্ত এবার ‘তুম বিন’ অভিনেতা রাকেশ বাপাট, খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের মনে উদ্বেগ। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ICU-তে রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর।
প্রেম ফিরল জীবনে?
সিথিতে সিঁদুর নিয়ে পোস্ট, নবনীতা দাস ছবি শেয়ার করে লিখলেন ‘লাল ইশক’। পোস্ট দেখামাত্রই ভক্তদের প্রশ্ন, তবে কি সব ঠিক হওয়ার পথে? অপর শ্রেণী আবার খোঁজ নিতে উদগ্রীব, তাঁর জীবনে কি নতুন প্রেম উঁকি দিচ্ছে?
প্রতারণা নিয়ে সাফাই
২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে। প্রতারণার টাকাতেই কিনেছেন ফ্ল্যাট, এই অভিযোগ মিথ্যে, সাংবাদিক সম্মেলন করে দাবি করলেন নুসরত জাহান। নুসরতের দাবি, তিনি ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছেন, সেই টাকা সুদ সমেত মিটিয়েও দিয়েছেন। যদিও কাগজ দেখাতে নারাজ ছিলেন তিনি।