Nobel Prize: নোবেল পুরস্কারে ক্ষতি বিজ্ঞানের!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 04, 2023 | 6:54 PM

রসায়ন,পদার্থবিদ্যা ও চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেয় রয়্যাল সোসাইটি। ১৯০১ থেকে এখনও পর্যন্ত প্রতি বছর বিজ্ঞানীরা নোবেল পুরস্কার পাচ্ছেন। বিজ্ঞানের শীর্ষ পুরস্কার নোবেল। বিজ্ঞানে নোবেল পুরস্কার কি আদৌ বিজ্ঞানকে এগিয়ে দেয়।

রসায়ন,পদার্থবিদ্যা ও চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেয় রয়্যাল সোসাইটি। ১৯০১ থেকে এখনও পর্যন্ত প্রতি বছর বিজ্ঞানীরা নোবেল পুরস্কার পাচ্ছেন। বিজ্ঞানের শীর্ষ পুরস্কার নোবেল। বিজ্ঞানে নোবেল পুরস্কার কি আদৌ বিজ্ঞানকে এগিয়ে দেয়। নাকি পুরস্কার প্রাপকের আগ্রহ কমে সেই বিষয়ে। খ্যাতির শীর্ষে পৌঁছে কতটা কর্ম ক্ষমতা থাকে একজন বিজ্ঞানীর।

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি মহামারী বিশেষজ্ঞ জন আইওনিডিস এ বিষয়ে একটি গবেষণা করেন। গবেষণায় দেখা যায় নোবেল পুরস্কার পাবার পর পুরস্কার প্রাপকদের মধ্যে অধিকাংশের আগ্রহ কমে বিজ্ঞানে। পুরস্কারে প্রভাব পড়ে তাঁদের ব্যক্তিগত কর্মজীবনে। এই নেতিবাচক পর্যবেক্ষণের বিপরীত দিকে রয়েছে কিছু উদাহরণ। গবেষকরা দেখেছেন অনেকেই দুবার নোবেল পুরস্কার পেয়েছেন। তাঁদের ক্ষেত্রে বিষয়ের প্রতি উদ্যান ও আনুগত্য বাড়িয়েছে নোবেল পুরস্কার।