Weather Update: সুন্দরবনে হলুদ সতর্কতা

| Edited By: Tapasi Dutta

Oct 02, 2023 | 7:22 PM

গতকাল বৃষ্টির দাপট কিছুটা কম থাকলেও আজ ভোর থেকে দক্ষিণ ২৪ পরগনাজুড়ে শুরু হয়েছে বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। সুন্দরবন উপকূলে বৃষ্টির পরিমান বেশী। সকাল থেকে আকাশ কালো মেঘে ছেয়ে আছে। বেলা বাড়লে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

গতকাল বৃষ্টির দাপট কিছুটা কম থাকলেও আজ ভোর থেকে দক্ষিণ ২৪ পরগনাজুড়ে শুরু হয়েছে বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। সুন্দরবন উপকূলে বৃষ্টির পরিমান বেশী। সকাল থেকে আকাশ কালো মেঘে ছেয়ে আছে। বেলা বাড়লে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ থেকে আগামী তিন দিন জেলায় হলুদ সতর্কতা জারী করা হয়েছে।

আজ ও আগামীকাল গভীর সমুদ্রে যাওয়ার উপর মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারী করা হয়েছে। দু’‌দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে সুন্দরবনের ব্লকগুলিতে মাইক প্রচার চালানো হচ্ছে। মাটির দেওয়াল চাপা পড়ে রাজ্যে বেশ কয়েকজনের মৃত্যুর পর সতর্ক জেলা প্রশাসন। মাটির বাড়ির বাসিন্দাদের পাকা বাড়ি ও ঘূর্ণিঝড় আশ্র‌য় কেন্দ্রে চলে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সুন্দরবনের প্রতিটি ব্লকে কন্ট্রোলরুম খোলা হয়েছে। পর্যাপ্ত ত্রাণ মজুত করা হয়েছে।