Viral Badam Kaku: নিজের গানেই কপিরাইট, বিপাকে ‘বাদাম কাকু’ ভুবন
Kacha Badam: তার দিন কি শেষ ? তাকে আর কেন দেখা যায় না আগের মত ঘন ঘন? এসবের উত্তরে গুরুতর অভিযোগ জানালেন বাদাম কাকু ভাইরাল ভুবন বাদ্যকর।
তার দিন কি শেষ? তাকে আর কেন দেখা যায় না আগের মত ঘন ঘন? এসবের উত্তরে গুরুতর অভিযোগ জানালেন বাদাম কাকু ভাইরাল ভুবন বাদ্যকর। তার নিজের গানই নিজের গাইতে পারছেন না কারণ বাদাম উচ্চারণ করলেই কপিরাইট এর কারণে তা বন্ধ করে দেওয়া হচ্ছে। এ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। তার অজান্তেই বীরভূমের এক ব্যক্তি কপিরাইট নিয়ে নিয়েছেন।
Published on: Feb 26, 2023 03:53 PM