Bahrat Or India Row: নাম বদলায় দেশও

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Sep 16, 2023 | 5:14 PM

ভারত নাকি ইন্ডিয়া তাই নিয়ে তরজা তুঙ্গে। রাজনৈতিক, সামাজিক ঐতিহাসিক কারণে নাম বদলায় দেশের। আমাদের দেশের নাম বদলাবে কিনা ভবিষ্যৎ বলবে। এই ভিডিয়োয় দেখে নিন কোন কোন দেশ তাদের নাম বদলেছে।

ভারত নাকি ইন্ডিয়া তাই নিয়ে তরজা তুঙ্গে। রাজনৈতিক, সামাজিক ঐতিহাসিক কারণে নাম বদলায় দেশের। আমাদের দেশের নাম বদলাবে কিনা ভবিষ্যৎ বলবে। এই ভিডিয়োয় দেখে নিন কোন কোন দেশ তাদের নাম বদলেছে। ২০১৯এ নাম বদলায় উত্তর ম্যাসিডোনিয়া। পূর্বতন নাম ছিল রিপাবলিক অফ ম্যাসিডোনিয়া। গ্রিসে আছে ম্যাসিডোনিয়া বলে একটি স্থান। দুটি নাম এক হওয়ায় নাম পরিবর্তিত হয়। সিলোনের মানে আলোকিত ভূমি। ব্রিটিশ উপনিবেশের চিহ্ন মুছতে দেশের নাম পরিবর্তন হয়। ১৯৭২ এ নতুন নাম হয় শ্রীলঙ্কা। ব্রিটিশ বার্মা ১৯৮৯এ নাম বদলে হয় মায়ানমার। এই নাম পরিবর্তন নিয়ে বিতর্ক আছে। অনেকে মতে আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে নাম বদলায় সেনা সরকার। আমেরিকা সহ বেশ কিছু দেশ এখনও মেনে নেয়নি এই পরিবর্তন। জাইরের নাম ১৯৯৭ এ বদলে হয় গণপ্রজাতান্ত্রিক কঙ্গো। ৩০ বছরের বেশি স্বৈরতান্ত্রিক শাসনে থাকার পরে গণতন্ত্র ফেরাতে হয় নাম বদল। সিয়াম ১৯৩৯ এ নাম বদলে হয় থাইল্যান্ড। অর্থ স্বাধীনতার দেশ। ঔপনিবেশিক প্রভাব কাটাতেই এই নাম পরিবর্তন। ১৯৭১ এ পূর্ব পাকিস্তান নাম বদলে জন্ম নেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।