Loading video

Panchayat Election 2023: ব্যালট উদ্ধার হয়েই চলেছে!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 17, 2023 | 7:58 PM

এবার ব্যালট উদ্ধার হল হুগলির পান্ডুয়ায়। গণনা কেন্দ্রের পিছনে যত্রতত্র ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায় ব্যালট পেপার। পূর্ব বর্ধমান হাওড়া হুগলি সহ বিভিন্ন জেলায় পঞ্চায়েতে ভোট গণনার পর রাস্তায় ছড়িয়ে থাকা ব্যালট উদ্ধার হয়।হুগলির জাঙ্গীপাড়ায় ব্যালট নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। রিটার্নিং অফিসারকে ডেকে জবাব চেয়েছে আদালত।

এবার ব্যালট উদ্ধার হল হুগলির পান্ডুয়ায়।গণনা কেন্দ্রের পিছনে যত্রতত্র ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায় ব্যালট পেপার। পূর্ব বর্ধমান হাওড়া হুগলি সহ বিভিন্ন জেলায় পঞ্চায়েতে ভোট গণনার পর রাস্তায় ছড়িয়ে থাকা ব্যালট উদ্ধার হয়।হুগলির জাঙ্গীপাড়ায় ব্যালট নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে।রিটার্নিং অফিসারকে ডেকে জবাব চেয়েছে আদালত।বিরোধীদের অভিযোগ ভোটের নামে প্রহসন হয়েছে।গণনাতে কারচুপি হয়েছে তারই প্রমান এই ভাবে ভোট গণনা কেন্দ্রের আশেপাশে ছাপমারা ব্যালট উদ্ধার হওয়া। পান্ডুয়া ব্লকের ভোট গণনা হয়েছিল বৈঁচির একটি বেসরকারি কলেজে।আজ সকালে সেই কলেজের পিছন দিকেই ব্যালট ছড়িয়ে পরে থাকতে দেখা যায়।পান্ডুয়া পঞ্চায়েত সমিতির ৩৯ নম্বর বুথের ব্যালটে সিপিএম এবং বিজেপির প্রতীকে ছাপ মারা রয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন সিপিআইএম এবং বিজেপির কর্মিরা।সিপিআইএমের প্রদীপ সাহা অভিযোগ করেন,গোটা রাজ্যের মত পান্ডুয়াতেও ব্যালট পাল্টে দেওয়া হয়েছে।সন্দেহ হচ্ছে পঞ্চায়েতের তিনটে স্তরের ব্যলটি এখানে হয়তো ফেলে দিয়েছিল তৃনমূল। যারা কাগজ কুড়োতে আসে তারা বেশ কিছু ব্যালট নিয়ে গেছে। বিজেপি জেলা সভাপতি তুষার মজুমদার বলেন সব বিজেপি ছাপ মারা ব্যালট উদ্ধার হয়েছে।আশেপাশে আরো খুঁজলে আরো পাবে।তৃণমূলের লোকেরা এই কাজ করেছে।পান্ডুয়ায় তৃণমূল জেতেনি,জোর করে জিতেছে।আমরা উচ্চ নেতৃত্ব কে জানাবো।।