AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asaduzzaman Khan: হাসিনাকে উৎখাতের ষড়যন্ত্র করেছিল কে? বড় দাবি ফাঁসির সাজাপ্রাপ্ত আসাদুজ্জামানের

Asaduzzaman Khan: হাসিনাকে উৎখাতের ষড়যন্ত্র করেছিল কে? বড় দাবি ফাঁসির সাজাপ্রাপ্ত আসাদুজ্জামানের

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Nov 19, 2025 | 7:50 PM

Share

Bangladesh: বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তাঁকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির সাজা দিয়েছে। তিনি মুখ খুললেন সাজা ও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। বাংলাদেশের অরাজকতা নিয়ে তিনি বললেন, "পাকিস্তান নিশ্চয়ই প্ররোচনা দিয়েছে।"

টিভি৯ বাংলার মুখোমুখি বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তাঁকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির সাজা দিয়েছে। তিনি মুখ খুললেন সাজা ও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। বাংলাদেশের অরাজকতা নিয়ে তিনি বললেন, “পাকিস্তান নিশ্চয়ই প্ররোচনা দিয়েছে। এটাও সত্য যে আমাদের দেশে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারা গণতান্ত্রিক সরকারেরও বিরোধিতা করেছেন। এরা ষড়যন্ত্র করেছিল। ইউনূস নিজে আমেরিকায় গিয়ে বলে এসেছিল যে মেটিকুলাস প্ল্যান ছিল।”

তিনি আরও বলেন, “আমাদের দেশে ও পাকিস্তানে যারা ষড়যন্ত্র করেছিল, তারা সামনে চলে এসেছে। আরও আসবে। মৃতের সংখ্যাও ফেক। আমি বলছি না আন্দোলনে কেউ মারা যাননি। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই বলছি।”