Bangladesh: এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন

|

Dec 24, 2025 | 10:49 PM

Bangladesh Update: তারপরই বদলে গিয়েছে পরিস্থিতি। পদ্মাপাড়ে তৈরি হয়েছে নতুন গুঞ্জন। গত সপ্তাহে মধ্যরাতে তাণ্ডবের সময় বাংলাদেশের রাস্তায় নামা উগ্রপন্থীদের একাংশ দাবি করছেন, বিপ্লবী সরকার তৈরির জন্য। তাঁদের মুখে বিদেশে বসে থাকা একাধিক বাংলাদেশি ইউটিউবারের নাম।

সামনের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচনের ঘোষণা করেছে সেদেশের নির্বাচন কমিশন। তারপরই বদলে গিয়েছে পরিস্থিতি। পদ্মাপাড়ে তৈরি হয়েছে নতুন গুঞ্জন। গত সপ্তাহে মধ্যরাতে তাণ্ডবের সময় বাংলাদেশের রাস্তায় নামা উগ্রপন্থীদের একাংশ দাবি করছেন, বিপ্লবী সরকার তৈরির জন্য। তাঁদের মুখে বিদেশে বসে থাকা একাধিক বাংলাদেশি ইউটিউবারের নাম।

একাংশের মতে, বিপ্লবী সরকার গঠনের জোর দিচ্ছে নাহিদ ইসলামদের জাতীয় নাগরিক পার্টি, জামায়াত, হিজবুত তাহেরির মতো দলগুলি। কারণ, বিপ্লবী সরকার একমাত্র পন্থা, যার মাধ্যমে বাংলাদেশের খোলনলচে সম্পূর্ণ ভাবে বদলে ফেলা সম্ভব। তৈরি করা যাবে নতুন সংবিধান, ক্ষমতা হারাবে সেনাও। এবার এই ‘স্বপ্ন’ অলীক নাকি বাস্তব হওয়ার পথে সেই উত্তর হয়তো সময় দেবে