Paschim Medinipur Ghatal Bank News: হয়রানি নাম ব্যাঙ্ক!
প্রতিনিয়ত ব্যাংকে এসে চরম হয়রানির শিকার গ্রাহকেরা, গ্রাহকদের প্রতি দুর্ব্যবহারের অভিযোগ উঠল ব্যাংক ম্যানেজারসহ ব্যাংকের কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় ব্যাংকের গেট আটকে চরম বিক্ষোভ সামিল গ্রাহকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
প্রতিনিয়ত ব্যাংকে এসে চরম হয়রানির শিকার গ্রাহকেরা, গ্রাহকদের প্রতি দুর্ব্যবহারের অভিযোগ উঠল ব্যাংক ম্যানেজারসহ ব্যাংকের কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় ব্যাংকের গেট আটকে চরম বিক্ষোভ সামিল গ্রাহকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর ২ গ্রাম পঞ্চায়েত বাজার লাগোয়া গোপমহল এলাকায়, মনোহরপুর গ্রাম২ পঞ্চায়েতের নীচে ইন্ডিয়ান ব্যাঙ্কের (এলাহাবাদ) একটি শাখা রয়েছে। ব্যাংকের গ্রাহকদের অভিযোগ দীর্ঘদিন ধরে টাকা তুলতে আশা থেকে শুরু করে ব্যাংকের পাস বই আপডেট, করতে আসলেই গ্রাহকদের প্রতি অসহযোগিতা করছেন ব্যাংক কর্তৃপক্ষ, এমনকি গ্রাহকদের সাথে বাংলায় কথা না বলার অভিযোগ ব্যাংকের কর্মীদের বিরুদ্ধে। আর এই নিয়েই আজ ব্যাংকের সামনে তুমুল বিক্ষোভ শুরু করে গ্রাহকেরা। তাদের দাবি আমরা সাধারণ মানুষ। ব্যাংকে টাকা তুলতে আসা থেকে শুরু করে পাস বই আপডেট এমনকি সমস্ত কিছু কাজেই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অজুহাত দেখাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ। কোন সহযোগিতাই করেনি গ্রাহকদের সাথে,
এক কথায় ব্যাংকে এসে প্রতিনিয়ত হয়রানির সীকার সমস্ত গ্রাহক। এমনই অভিযোগ তুলে শুরু হয় তুমুল বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে ঘাটাল থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। যদি এ বিষয়ে ব্যাংক ম্যানেজার নিশা শুক্ল সংবাদমাধ্যমের সামনে কোন প্রতিক্রিয়া দেয়নি, উনি জানিয়ে দেন সংবাদ মাধ্যমের সামনে কোন প্রতিক্রিয়া দেব না একটা সমস্যা হয়েছে বিষয়টি দেখছি। এ বিষয়ে মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান নজরুল ইসলাম বলেন”দীর্ঘদিন ধরে হয়রানীর কথা এলাকার মানুষজন আমাদেরও জানিয়েছিল, আজ এই বিক্ষোভ। আমরা ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যাতে না পরবর্তীকালে এ ধরনের সমস্যা হয়।