Coal Scam : ইডির জালে বাঁকুড়ার আইসি অশোক কুমার মিশ্র
বাঁকুড়ার আইসি অশোক মিশ্রকে গ্রেফতার করল ইডি। কয়লা পাচারের মোটা টাকা রাজনৈতিক ব্যক্তিত্বদের হাতে তুলে দেওয়ার মত মারাত্মক অভিযোগ রয়েছে পুলিশকর্তার বিরুদ্ধে।
এই প্রথম কয়লাকাণ্ডে (Coal Scam) গ্রেফতার কোনও পুলিশকর্তা। লাগাতার তিনবার জেরার পর বাঁকুড়ার আইসি অশোক মিশ্রকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সূত্রের খবর, কয়লা পাচারের মোটা টাকা রাজনৈতিক ব্যক্তিত্বদের হাতে তুলে দেওয়ার মত মারাত্মক অভিযোগ রয়েছে পুলিশকর্তার বিরুদ্ধে। অন্যদিকে নির্বাচনী আবহে একের পর এক পদস্থ পুলিশকর্তার বদলি করছে নির্বাচন কমিশন (Election Commission)। কি কারণ এমন সিদ্ধান্তের?
[embedyt] https://www.youtube.com/watch?v=DfCmh7gyuas[/embedyt]
Published on: Apr 04, 2021 12:23 PM