Bankura Accident News: দুর্ঘটনা আহত কমপক্ষে ২০!
Bankura Accident News: বেসরকারী যাত্রী বাহী বাস ও পিক আপ ভ্যানের মুখোমুখী ধাক্কার ঘটনায় আহত দুই গাড়ির চালক সহ বাসের কমপক্ষে ২০ জন যাত্রী।
বেসরকারী যাত্রী বাহী বাস ও পিক আপ ভ্যানের মুখোমুখী ধাক্কার ঘটনায় আহত দুই গাড়ির চালক সহ বাসের কমপক্ষে ২০ জন যাত্রী। ঘটনাটি ঘটে বুধবার সকালে বাঁকুড়ার ওন্দা থানার ওন্দা পোস্ট অফিসের সামনে ৬০ নং জাতীয় সড়কের উপরে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে বাঁকুড়া থেকে বিষ্ণুপুর মুখী একটি বেসরকারী যাত্রীবাহি বাস কে বিষ্ণুপুরের দিক থেকে আসা একটি বাদাম বোঝাই পিক আপ ভ্যান ধাক্কা মারে।
জানা গেছে পিক আপ ভ্যানের পিছনের ডান দিকের চাকা ফেটে যাওয়াতে নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মারে বাসের সামনে এর ফলেই ঘটে দুর্ঘটনা। ঘটনায় বিকট শব্দে ছুটে আসে স্থানীয় মানুষ ও ওন্দা পুলিশ। পিক আপ ভ্যানের ড্রাইভার কে বের করা হয় পরে বাসের ড্রাইভার ও বাসযাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা গেছে ঘটনায় দুই গাড়ির চালক সহ কমপক্ষে ২০ জন যাত্রী জখম হয়েছে।
Latest Videos