Barrackpur Panchayat Board: উধাও ১৯ জন তৃণমূলের পঞ্চায়েত সদস্য!

Barrackpur Panchayat Board: উধাও ১৯ জন তৃণমূলের পঞ্চায়েত সদস্য!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 11, 2023 | 6:38 PM

তৃনমুলের গোষ্ঠী কোন্দলে ভেস্তে গেলো ব্যারাকপুর ব্লক- ২ এর শিউলি পঞ্চায়েত এর বোড' গঠন। শিউলি পঞ্চায়েতের ৩০ টি আসন। এর মধ্যে ২৯ টি আসনে ভোট গ্রহণ হয়েছে। একটি আসনে প্রাথী' মারা যাওয়ায় ওই কেন্দ্রে ভোট হয়নি।

তৃনমুলের গোষ্ঠী কোন্দলে ভেস্তে গেলো ব্যারাকপুর ব্লক- ২ এর শিউলি পঞ্চায়েত এর বোড’ গঠন। শিউলি পঞ্চায়েতের ৩০ টি আসন। এর মধ্যে ২৯ টি আসনে ভোট গ্রহণ হয়েছে। একটি আসনে প্রাথী’ মারা যাওয়ায় ওই কেন্দ্রে ভোট হয়নি। এরমধ্যে ২৪ টি আসন তৃনমুলের এবং CPIM ২ জন ও বিজেপির ৩জন। আজ বিজেপির প্রাথী’রা এলেও তৃনমুলের ১৯ জন না আসায় কোরাম পাশ হলো না। ফলে ভেস্তে গেলো শিউলি পঞ্চায়েত এর নতুন বোড’ গঠন। তৃনমুলের ঘোষিত প্রধান সঞ্জীব ঘোষ জানান,দল তাকে ঠিক করেছে, তিনি প্রধান হবেন। কিন্তু প্রাক্তন প্রধান অরুন ঘোষ ১৯ জন নিবা’চিত সদস্য নিয়ে উধাও। তাকে দুপুর থেকে আর পাওয়া যাচ্ছেনা! তবে ঘটনার প্রলেপ দিতে ছুটে আসেন সেচ মন্ত্রী পাথ’ ভৌমিক।তিনি জানান,যারা আসেন নি তাদের কাছে না আসার কারন জানতে চেয়েছি। কেন তারা আজ শপথ গ্রহনে আসেনি। এরপর আলোচনা করে ঠিক হবে আবার কবে প্রধান এবং শপথ গ্রহণ হবে।