Barrackpur Panchayat Board: উধাও ১৯ জন তৃণমূলের পঞ্চায়েত সদস্য!
তৃনমুলের গোষ্ঠী কোন্দলে ভেস্তে গেলো ব্যারাকপুর ব্লক- ২ এর শিউলি পঞ্চায়েত এর বোড' গঠন। শিউলি পঞ্চায়েতের ৩০ টি আসন। এর মধ্যে ২৯ টি আসনে ভোট গ্রহণ হয়েছে। একটি আসনে প্রাথী' মারা যাওয়ায় ওই কেন্দ্রে ভোট হয়নি।
তৃনমুলের গোষ্ঠী কোন্দলে ভেস্তে গেলো ব্যারাকপুর ব্লক- ২ এর শিউলি পঞ্চায়েত এর বোড’ গঠন। শিউলি পঞ্চায়েতের ৩০ টি আসন। এর মধ্যে ২৯ টি আসনে ভোট গ্রহণ হয়েছে। একটি আসনে প্রাথী’ মারা যাওয়ায় ওই কেন্দ্রে ভোট হয়নি। এরমধ্যে ২৪ টি আসন তৃনমুলের এবং CPIM ২ জন ও বিজেপির ৩জন। আজ বিজেপির প্রাথী’রা এলেও তৃনমুলের ১৯ জন না আসায় কোরাম পাশ হলো না। ফলে ভেস্তে গেলো শিউলি পঞ্চায়েত এর নতুন বোড’ গঠন। তৃনমুলের ঘোষিত প্রধান সঞ্জীব ঘোষ জানান,দল তাকে ঠিক করেছে, তিনি প্রধান হবেন। কিন্তু প্রাক্তন প্রধান অরুন ঘোষ ১৯ জন নিবা’চিত সদস্য নিয়ে উধাও। তাকে দুপুর থেকে আর পাওয়া যাচ্ছেনা! তবে ঘটনার প্রলেপ দিতে ছুটে আসেন সেচ মন্ত্রী পাথ’ ভৌমিক।তিনি জানান,যারা আসেন নি তাদের কাছে না আসার কারন জানতে চেয়েছি। কেন তারা আজ শপথ গ্রহনে আসেনি। এরপর আলোচনা করে ঠিক হবে আবার কবে প্রধান এবং শপথ গ্রহণ হবে।

ঘাতক ট্রাম্পই, শুল্ক 'যুদ্ধে'র কারণে শুক্রবারই রক্তাক্ত ভারতের বাজার!

'কীসে মঙ্গল হয় সেটা মুখ্যমন্ত্রী জানেন', চাকরিহারাদের কী আশ্বাস দিলেন

কীভাবে এগোলে হারানো চাকরি ফেরত পাবে, জানালেন শুভেন্দু

'হাই হ্যালো ছোড়ো, জয়শ্রী রাম বোলো', শুভেন্দুর নতুন শ্লোগান
