Panchayat Election 2023: টয়লেট চাই, দাবি বকখালি পঞ্চায়েতের
কোনও পাবলিক টয়লেট নেই। এ নিয়ে ক্ষোভ রয়েছে। আন্দোলনও হয়েছে।বিশ্বেশ্বর প্রামাণিক, সদস্য, পর্যটন উন্নয়ন কমিটি , বকখালি বলেন, বলে কিছু লাভ হয় নি। আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো ঠিক করেছি। সামনে পঞ্চায়েত ভোট। তার আগেই আমাদের দাবি মেটাতে হবে
বক খালি গিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে হলে বিপদে পড়তে পারেন। কারণ স্থানীয় মানুষজনেরই অভিযোগ এত বড় একটা ট্যুরিস্ট স্পট অথচ কোনও পাবলিক টয়লেট নেই। এ নিয়ে ক্ষোভ রয়েছে। আন্দোলনও হয়েছে।বিশ্বেশ্বর প্রামাণিক, সদস্য, পর্যটন উন্নয়ন কমিটি , বকখালি
বলেন, বলে কিছু লাভ হয় নি। আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো ঠিক করেছি। সামনে পঞ্চায়েত ভোট। তার আগেই আমাদের দাবি মেটাতে হবে। আগে একটা টয়লেট ছিল। ভাঙার পর আর হয়নি। সমস্যায় এলাকার মানুষ এবং পর্যটকেরা।পঞ্চায়েতে বলে কিছু হয় নি সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর কাছে দরবার করেও লাভ হয় নি জানাচ্ছেন স্থানীয় মানুষরা।
ভোট আসছে। টয়লেট কি হবে?
Latest Videos

'কাশ্মিরী মহিলারা পর্যন্ত পথে নেমে বলছে বন্দেমাতরম', বিস্ফোরক অভিনেতা

মুসলিমদের মানববন্ধন রাজাবাজারে, উঠল পাকিস্তান মুর্দাবাদ স্লোগান

'এবার ওরা বেছে বেছে মারল, স্ট্র্যাটেজিতে চেঞ্জ করেছে', বিস্ফোরক সৌগত

'৩৭০ ওঠানোর পরই তো ঘটনা হল', বিস্ফোরক সৌগত রায়
