Parno Mitra: ‘মানুষ তো ভুল করেই থাকে…’, কী নিয়ে এত আক্ষেপ পার্নোর?

|

Dec 26, 2025 | 2:32 PM

Parno Mitra: পার্নো জানালেন, "গতকাল বড়দিন গিয়েছে। আজকের দিনটা আমার কাছে খুব বড়দিন। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন পথ চলা শুরু করছি। সেই পথে আমি এগিয়ে যাব দিদির সঙ্গে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে।”

আগামী বছরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগেই ফুল বদল। শুক্রবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র।  তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের যোগ দেন পার্নো। তা হঠাৎ দল পরিবর্তন কেন? সাংবাদিক বৈঠকে পার্নো জানালেন, “গতকাল বড়দিন গিয়েছে। আজকের দিনটা আমার কাছে খুব বড়দিন। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন পথ চলা শুরু করছি। সেই পথে আমি এগিয়ে যাব দিদির সঙ্গে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে।”

পার্নো আরও বলেন, “৬ বছর আগে বিজেপি যোগদান করেছিলাম। কিন্তু যেভাবে পুরো বিষয়টা এগোবে ভেবেছিলাম, তা হয়নি। তাই এই সিদ্ধান্ত। মানুষ তো ভুল করেই থাকে, সেই ভুল সংশোধন করতেই তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম।”