TV9 Bangla Backstage: ইমন কী এখন প্রভাবশালী ব্যক্তির তালিকায়?

| Edited By: Moumita Das

Feb 16, 2023 | 7:37 PM

কেকে ইস্যুতে রূপঙ্করের মন্তব্যের প্রেক্ষিতে কেন মুখ খুলেছিলেন ইমন? অরিজিত সিংয়ের বাড়িতে প্রথমবার যাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল ইমনের? উত্তর এসেছে অকপটে

দোলের আগেই দোল উৎসব। প্রতি বছরের মত এবারও গায়িকা ইমন আয়োজন করছেন বসন্তোৎসব। লিলুয়ায় আগামি ১৭ ফেব্রুয়ারি হবে ইমনের বসন্তোৎসব। ব্যাকস্টেজে এবারের পর্বে অতিথি ইমন। ইমন কী রংবাজ না রঙিন? প্রথম বাউন্সারেই ইমন শান্ত। হেসে উত্তর তিনি রঙিন রংবাজ। মায়ের স্মৃতি বুকে আঁকড়ে নিয়ে এই বসন্তোৎসব করে চলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা। কেকে ইস্যুতে রূপঙ্করের মন্তব্যের প্রেক্ষিতে কেন মুখ খুলেছিলেন ইমন? অরিজিত সিংয়ের বাড়িতে প্রথমবার যাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল ইমনের? উত্তর এসেছে অকপটে। মনের কথা একেবারে সরাসরি টিভি নাইন বাংলাকে জানিয়েছেন তিনি। কিছুদিন আগেই শঙ্কর মহাদেবনের সঙ্গে কথা হয়েছে? কেন? এবার কি বলিউডে যাচ্ছেন বাংলার গায়িকা? তাঁর সমসাময়িক গায়িকা লগ্নজিতা, সোমলতা ও উজ্জ্বয়িনী সম্পর্কে কী ভাবনা পোষণ করেন ইমন? এমন অনেক প্রশ্নের উত্তর দিলেন ইমন। প্রথমবার। আর সাক্ষাৎকারের মাঝেই প্রশ্ন, ইমন কি ধীরে ধীরে হয়ে উঠছেন প্রভাবশালী ব্যক্তি? কেন এই প্রশ্ন? তবে কী রাজনীতির রং লাগছে? সব প্রশ্নের উত্তর জানতে দেখৎুন ব্যাকস্টেজ পর্ব ৪। অতিথি ইমন চক্রবর্তী।

Published on: Feb 16, 2023 07:37 PM