Buddhadeb Bhattacharjee: বাঙালির মনখারাপের ২৩ শ্রাবণ, বিদায় কমরেড…
ভুগছিলেন দীর্ঘদিন ধরেই। বার্ধক্যজনিত ও প্রবল শ্বাসকষ্টে যমে-মানুষে টানাটানি চলছিল অনেকদিন ধরেই। সে সব লড়াই আজ শেষ। বুদ্ধ-যুগের অবসান। গতকাল রাত থেকেই প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। রাতে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও আজ সকাল গড়িয়ে আর বেলা হল না। কাজে বেরিয়ে প্রায় গোটা শহর থেকে বাংলা খবর পেল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণের। পরিবারসূত্রে জানায়, বৃহস্পতিবার […]
ভুগছিলেন দীর্ঘদিন ধরেই। বার্ধক্যজনিত ও প্রবল শ্বাসকষ্টে যমে-মানুষে টানাটানি চলছিল অনেকদিন ধরেই। সে সব লড়াই আজ শেষ। বুদ্ধ-যুগের অবসান। গতকাল রাত থেকেই প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। রাতে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও আজ সকাল গড়িয়ে আর বেলা হল না। কাজে বেরিয়ে প্রায় গোটা শহর থেকে বাংলা খবর পেল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণের। পরিবারসূত্রে জানায়, বৃহস্পতিবার সকালেও রোজের চা-টা খেয়েছিলেন তিনি। তারপরই অসুস্থ হয়ে পড়েন। নেবুলাইজার দেওয়া সময়ই হৃদরোগে আক্রান্ত হন বুদ্ধবাবু। চিকিৎসকদের খবর দেওয়া হলেও শেষরক্ষা হয়নি। পাম অ্যাভিনিউয়ের ছোট্ট দু-কামরার ফ্ল্যাটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শোকস্তব্ধ বাংলা, শোকস্তব্ধ বাঙালি, শোকস্তম্ভ সব রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। আজ রাতে পিস ওয়ার্ল্ডে রাখা হবে বুদ্ধদেব ভট্টাচার্যর প্রাণহীন দেহ। শুক্রবার সকালে দেহ নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটে, শেষবারের মতো। শেষবার প্রিয় নেতাকে দেখতে পারবেন সকলে।